সন্ধান২৪.কম ডেস্ক: ভারতের কর্নাটকে জাতপাতের ভিত্তিতে জল সরবরাহের অভিযোগ উঠল দলিত অধ্যুষিত একটি গ্রামে। তাদের অভিযোগ, দলিত বলে জল সরবরাহ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। মল্লিগেরে নামে ওই গ্রামে ৩০০টি দলিত পরিবারের বাস। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়।
তবে মল্লিগেরে গ্রামের বাসিন্দাদের দাবি, তাঁদের পাশের এলাকাতে জল সরবরাহ করা হচ্ছে। কিন্তু মল্লিগেরে গ্রামে জল আটকে দেওয়া হয়েছে। কেন আটকে দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন তাঁরা। গ্রামবাসীদের অভিযোগ, দলিত বলেই তাঁদের সঙ্গে এই বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। বাধ্য হয়ে পাশের গ্রাম থেকে জল বয়ে নিয়ে আসতে হচ্ছে তাঁদের। সেখানেও সমস্যা তৈরি হচ্ছে। মল্লিগেরের বাসিন্দারা পাশের গ্রামে গেলেই তাঁদের জল নিতে বাধা দেওয়া হচ্ছে। কখনও কখনও ঝগড়া এবং হাতাহাতির মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।
কর্নাটকে গত দেড় মাস ধরে জলসঙ্কট চলছে। বিশেষ করে বেঙ্গালুরুর ছবি ভয়াবহ। শহর এবং আশপাশের এলাকাগুলিতে জলের জন্য হাহাকার পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যেরই এক দলিত গ্রামে জল আটকে দেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসায় হুলস্থুল পড়ে গিয়েছে।
যদিও পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক কেশব মূর্তির দাবি, এ রকম কোনও ঘটনা ঘটেনি। ওই গ্রামে নিয়মিত জল সরবরাহ করা হচ্ছে। তাঁর আরও দাবি, গ্রামে দু’টি নলকূপ রয়েছে। সেগুলি শুকিয়ে যাওয়ায় সমস্যার মুখে পড়েছে ৩০০টি পরিবার।


