আফগানিস্তানে বন্যায় মৃত্যু বেড়ে ১৫৩

সন্ধান২৪.কম ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলের তিনটি প্রদেশে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৩ জন হয়েছে । এ তথ্য শনিবার জানিয়েছে তালেবান সরকার।

বাগলান, তাখার এবং বাদাখশান প্রদেশে শুক্রবার ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় আরও অন্তত ১৩৮ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বাগলান, তাখার এবং বাদাখশান প্রদেশে শুক্রবার ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় আরও অন্তত ১৩৮ জন আহত হয়েছেন।

আকস্মিক বন্যায় অনেক অঞ্চল তলিয়ে গেলে শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে। তাদের উদ্ধারে তালেবান কর্তৃপক্ষ হেলিকপ্টার পাঠিয়েছে এবং রাতভর সেগুলো উদ্ধার কাজ চালিয়েছে বলেও জানান তিনি।

বন্যায় দেশটিতে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। সড়ক যোগাযোগ, পানি এবং বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ‘মারাত্মকভাবে বিঘ্নিত’ হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।

শুক্রবার রাতে ডব্লিউএইচওর আফগানিস্তান কার্যালয় থেকে বলা হয়, “বন্যার প্রভাব ছিল অনেক গভীর। অনেক মানুষ হতাহত হয়েছেন। অনেকে এখনও নিখোঁজ রয়েছেন।”

বন্যায় চারটি স্বাস্থ্য কেন্দ্র ক্ষতিগস্ত হয়েছে এবং একটি স্বাস্থ্য কেন্দ্র ভেসে গেছে বলেও জানিয়েছে ডব্লিউএইচও কর্তৃপক্ষ। বলেছে, তারা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের সহায়তার জন্য স্বাস্থ্যকর্মীদের পাঠিয়েছে।

Exit mobile version