ইজরায়েলি বিমান হামলায় নিহত বিখ্যাত প্যালেস্টাইনি লেখক


সন্ধান২৪.কম: প্যালেস্টাইনের বিখ্যাত লেখক ও সাহিত্যিক রেফাত আলারিয়ার  ইজরায়েলি হামলায় নিহত । লেখকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্যালেস্টাইনের বাসিন্দারা। যুদ্ধ চলাকালীনও গাজার বাসিন্দাদের দুঃখ-দুর্দশার কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরতেন তিনি। জানা গিয়েছে, রিফাত আলারিয়ার তাঁর ভাই, বোন ও চার সন্তানের সঙ্গে মারা গেছেন। তিনি গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে সাহিত্যের শিক্ষক ছিলেন।

ইজরায়েলি আক্রমণের পরেও রিফাত উত্তর গাজা ছেড়ে যেতে চাননি । মৃত্যুর দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল তাতে। রিফাত আলারিয়ার গাজা শহরের মূল বাসিন্দাদের একজন। লন্ডনের ইউনিভার্সিটি কলেজ থেকে তুলনামূলক সাহিত্যে এমএ করেছেন। মালয়েশিয়ার পুত্রা বিশ্ববিদ্যালয় থেকে করেছেন ইংরেজি সাহিত্যে পিএইচডি। ২০০৭ সাল থেকে গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে বিশ্বসাহিত্য, তুলনামূলক সাহিত্য ও সৃজনশীল সাহিত্যে অধ্যাপনা করছিলেন।

Exit mobile version