জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী দিলশাদ নাহার কণার সঙ্গে নবাগত সংগীতশিল্পী সৈয়দ অমির গাওয়া ‘আমি যদি পাখি হতাম’ গানটি এরই মধ্যে ‘কেক মাল্টিমিডিয়া’ ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।
যদিও চ্যানেলটি একেবারেই নতুন, তবু আগ্রহীরা চানেলটি সাবস্ক্রাইব করছেন এবং এর মধ্যে প্রকাশিত কন্টেন্টগুলো উপভোগ করছেন। কণা ও অমির গাওয়া ‘আমি যদি পাখি হতাম’ গানটিও শ্রোতা-দর্শকরা উপভোগ করছেন। কারণ গানটি বেশ শ্রুতিমধুর একটি গান।
গানটি লিখেছেন ও সুর করেছেন শরীফ আল দীন। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আর এইচ জামান।
গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন মৌসুমী অভিনীত ‘ভক্ত’খ্যাত নবাগত অভিনেতা কামাল খান ও কইন্যারে গানখ্যাত মডেল সুস্মিতা সিনহা। মিউজিক ভিডিওতে দুজনের অনবদ্য অভিনয়ে দর্শক মুগ্ধ হয়েছেন।
গানটি প্রসঙ্গে কণা বলেন, গানের কথা ও সুর আমার কাছে ভালো লেগেছে। যে কারণে গানটি গেয়েছি। আমার বিশ্বাস দিন যাবে গানটির প্রতি শ্রোতা-দর্শকদের আগ্রহ আরও বাড়বে।
গানটি প্রসঙ্গে কামাল খান বলেন, আমি যদি পাখি হতাম আমার ভীষণ প্রিয় একটি গান। এই গানটিতে কণা আপা কণ্ঠ
দিয়েছেন, এটিই অনেক বড় প্রাপ্তি। আর আমি তার গানে মডেল হতে পেরেছি- এটিই আসলে অনেক বড় পাওয়া। শিল্পী হিসেবে আমি অতিসাধারণ।
এই গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করার ক্ষেত্রে আমার সহশিল্পী সুস্মিতাও বেশ সহযোগিতা করেছেন। তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। গানটির জন্য ভালো সাড়া পাচ্ছি। এই গানটির কথা ও সুরে আমি নিজেই মুগ্ধ। আমার বিশ্বাস গানটির প্রতি শ্রোতা-দর্শকের আগ্রহ আরও বাড়বে।
কিছু দিন আগেই একই ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে মৌসুমী ও কামাল খান অভিনীত তারেক সিকদার পরিচালিত
‘ভক্ত’ নাটকটি। এই নাটকে অভিনয়ের জন্যও কামাল খান সাড়া পাচ্ছেন।