বাংলাদেশী সিনেমা ‘বলী’ অস্কারে লড়বে

সন্ধান২৪.কম ডেস্ক : অস্কারের ৯৭ তম আসরে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগ বাংলাদেশ থেকে লড়বে ‘বলী’ (দ্য রেসলার)।

বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ‘বলী’ মুক্তি পেলেও বাংলাদেশে এখনো সিনেমাটি মুক্তি পায়নি। তার আগেই বাংলাদেশের অস্কার কমিটি জানাল সুসংবাদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্কারে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে ছবি মনোনয়নে বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে ইকবাল হোসাইন চৌধুরীর চলচ্চিত্র ‘বলী’ (দ্য রেসলার) সিনেমা জমা পড়ে। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চলচ্চিত্রটি দেখার পর ইকবাল হোসাইন চৌধুরীর চলচ্চিত্র বলী (দ্য রেসলার) ছবিকে চূড়ান্ত করে ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি।

সিনেমাটি নির্মাণ করেছেন ইকবাল হোসাইন চৌধুরী।পিপলু আর খানের প্রযোজনায় বলী (দ্য রেসলার) ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা নাসির উদ্দিন খান, একেএম ইতমাম, প্রিয়াম অর্চি, এনজেল নুর, তাহাদিল আহমেদ প্রমুখ।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৫ সালের ২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেয়া হবে পুরস্কার।

 

Exit mobile version