সন্ধান২৪.কম: বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে নিহতদের স্মরণে এক ব্যতিক্রমী সমাবেশ করা হলো নিউইয়র্কের জ্যাকসন হাইটসে।
গত ২৭ জুলাই সন্ধায় ডাইভারসিটি প্লাজায় একেবারে অন্য মেজাজের এই আয়োজনটি করে সলিডারিটি উইথ বাংলাদেশী স্টুঢেন্ট।
সমাবেশে কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অপ্রত্যাশিতভাবে আহত-নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। ৭১এর স্বাধীন বাংলা বেতারের ও মুক্তিযুদ্ধের গান পরিবেশন, জয় বাংলা এবং তুমি কে আমি কে রাজাকার রাজাকার শ্লোগান দেয়া হয়। এর সাথে কোরান,গীতা,বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়।
১৮ থেকে ২৫ বছর বয়সী আয়োজকরা প্রায় সবাই সাদা পোষাক পড়ে সমাবেশে আসেন। অনুষ্ঠানে বাংলাদেশের ছাত্র ছাড়াও ভারত,নেপাল ,শ্রীলঙ্কা ও ভুটানের প্রবাসীদেরকেও অংশ নিতে দেখা গেছে। এদের প্রায় সবারই হাতে মোমবাতি অথবা পোষ্টার ছিল।
বক্তরা, কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত-নিহত হয়েছেন। নিহত পরিবারকের ক্ষতিপূরণ,তাদেরকে অর্থনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করা, আহতদের সুচিকিৎসা প্রদান এবং আন্দোলনকারী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
এছাড়া বক্তরা রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংস ঘটনা ঘটেছে,এ সব অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দাএবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানায়। বেশ কয়েকজন ছাত্র সরকারের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার জন্য বেশ কয়েকজন ছাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের পদত্যাগ চেয়ে বক্তব্য দিয়েছেন। এ ছাড়াও সলিডারিটি উইথ বাংলাদেশী স্টুঢেন্টের নেতারা তাদের বক্তব্যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে যেমন ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ শ্লোগান দেয়া হয়েছে, তেমনি বেশ কয়েকজন পোষ্টারে ‘জয় বাংলা’ও লিখে এনেছিলেন।
“মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি,মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি”, “নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো নোঙ্গর তোলো তোলো”, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে,আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে, “পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল ”সহ বিভিন্ন গান মাইকে পরিবেশন করা হয়। এসময় উপস্থিত অনেকেই গানের সাথে কন্ঠ মেলান।
সমাবেশে‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ এই শ্লোগান কেন দেয়া হয়েছে ? এমন প্রশ্ন করলে আয়োজকদের একজন বলেন, এটি আমাদের কোন শ্লোগান না, কে বা কারা অতি উৎসাহী হয়ে এই শ্লোগান দিয়েছে। আমরা তাদেরকে এ ধরণের শ্লোগান দিতে বারণ করেছি।
নি উইয়র্কে এই প্রথম এমন একটি ব্যতিক্রমী বিক্ষোভ সমাবেশ বেশ আলোড়ন সৃষ্টি করেছে।