সন্ধান২৪.কমঃ বাংলাদেশে অব্যাহত নারী-শিশু ধর্ষণ, নিপীড়নের প্রতিবাদ এবং আছিয়া হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নিউইয়র্কে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ মার্চ সন্ধায় জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র শাখা,প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ ও মহিলা পরিষদ যুক্তরাষ্ট্র যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশ থেকে দেশের সর্বত্র নারী বিদ্বেষী প্রচার-প্রপাগান্ডা বন্ধের দাবি জানিয়েছেন।
নারী-শিশু ধর্ষণ, নিপীড়নের বিরুদ্ধে ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ সভাপতিত্ব করেন প্রগ্রেসিভ ফোরামের সহ-সভাপতি ড. ওবায়দুল্লাহ মামুন।
ধর্ষণ ও নিপীড়ন প্রতিরোধ সমাবেশে বক্তব্য দেন প্রগ্রেসিভ ফোরামের সহ-সভাপতি জাকির হোসেন বাচ্চু, উদীচী যুক্তরাষ্ট্র শাখার প্রাক্তণ সাধারণ সম্পাদক আলীম উদ্দিন, নারী নেত্রী লিলি মজুমদার, উদীচী জ্যামাইকা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক আশীষ রায় ও হিরো চৌধুরী, মহিলা পরিষদ যুক্তরাষ্ট‘র সাধারণ সম্পাদক সুলেখা পাল প্রমুখ। সভা সঞ্চালনা করেন উদীচী যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক কল্লোল দাশ।
জাকির হোসেন বাচ্চু বলেন, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ছিনতাই, হামলা, চাঁদাবাজি, ধর্ষণের মত অপরাধ বেড়ে যাওয়া ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তিনি এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহŸান জানান।
সভাপতির ভাষণে ওবায়দুল্লাহ মামুন বলেন, বাংলাদেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা হুমকি সমাজে উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। ক্রমবর্ধমান অপরাধমূলক কার্যকলাপ, রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন সন্ত্রাসী হামলার আশঙ্কা নাগরিক জীবনে অনিরাপত্তার বোধ সৃষ্টি করছে।
তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব হলো দেশের মানুষের জান, মাল ও ইজ্জতের সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হচ্ছেন। সে যদি কাজ করাতেই না পারে তাহলে পদত্যাগ করুক।