সন্ধান২৪.কম : ঢাকার সিনেমার সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে উঠলে দর্শকরা তাকে প্রত্যাখান, করে দুয়ো দুয়ো ধ্বনী দেয়।

অভিনেতা সাজু খাদেম তার উপস্থাপনায় চিত্রনায়ক জায়েদ খানকে মঞ্চে ডাকার সঙ্গে সঙ্গে বেশিরভাগ দর্শক তাকে উদ্দেশ্য করে ‘ভুয়া…ভুয়া’ বলে চিৎকার শুরু করেন। অনেককে ‘বের হ’ ‘বের হ’ বলতেও শোনা যায় ।এ নিয়ে মিলনায়তনে হাস্যরসের সৃষ্টি হয় । অনুষ্ঠানে উপস্থিত একজন সাংস্কৃতিক কর্মী বলেন, তার বিতর্কিত কর্মকান্ডের তাকে গ্রহণ করেননি উপস্থিত দর্শকেরা।
স্থানীয় সময় রোববার (২৫ জুন) রাতে নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থাপক ও অভিনেতা সাজু খাদেম জায়েদ খানকে মঞ্চে আহ্বান জানালে শত শত দর্শক একসঙ্গে তাকে ভুয়া বলে চিৎকার করতে থাকেন। তখন অনুষ্ঠানের আয়োজক শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম খানকে দর্শকদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, বাড়িতে অতিথি এলে তাকে সম্মান করতে হয়। নিশ্চয় আমরা সেটা করবো। এরপর জায়েদ খান নবাগত নায়িকা প্রিয়ামনিকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন। কথা ছিল তিনি প্রিয়ামনির সঙ্গে নাচবেন। এরপরও দর্শকেরা তাকে ভুয়া বলতে থাকেন। কিন্তু জায়েদ খান তাতে কর্ণপাত না করে নাচের বদলে একটি গানের কয়েক লাইন গেয়ে মঞ্চ ছেড়ে যান।
ঢাকা থেকে আসা তারকাশিল্পী মোশাররফ করিম চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, জেমস, তাহসান এবং চিরকুট ব্যন্ডের শিল্পী সুমীসহ একঝাঁক তারকা শিল্পী বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। কিন্তু দর্শকেরা বাধ সাধেন অনুষ্ঠানের শেষভাগে এসে।