সন্ধান২৪.কমঃ হিমাঙ্কের নিচে ২০ ডিগ্রি সেলসিয়াস (মাইনাস 20° ) তাপমাত্রা উপেক্ষা করে নিউইয়র্কের বাংলাদেশীরা ১লা বৈশাখকে বরণ করে নিতে শুরু করছে ‘শতকন্ঠ’ গানের মহড়া।
৪ ও ৫ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসে মহড়ায় মহিতোষ তালকুদার তাপসের পরিচালনায় বৈশাখের নতুন গান, পুঁথি পাঠ এবং গণ সংগীতের মহড়ায় প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
নিউইয়র্কের সক্রিয় প্রগতিশীল সাহিত্যিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সহযোগিতায় এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড এই বৈশাখী উৎসবের আয়োজন করছে।
