বিয়ানীবাজার সামাজিক ও সাস্কৃতিক সমিতির নির্বাচনে ‘মান্নান-মাহবুব’ প্যানেলের জয়

সন্ধান২৪.কম : যুক্তরাষ্ট্রের অন্যতম সামাজিক-আঞ্চলিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাস্কৃতিক সমিতি ইউএসএ’র নির্বাচনে ‘মাহবুব-মান্নান প্যানেল’ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। গত ১০ অক্টোবর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে ৫ হাজার ৩৬৭ জন ভোটারের মধ্যে ৩ হাজার ২৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে।

সভাপতি পদে ১ হাজার ৮৪৭ ভোট পেয়ে আব্দুল মান্নান বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি মিসবাহ আহমেদ পেয়েছেন ১ হাজার ৩৫৯ ভোট। অপরদিকে সেক্রেটারি পদে নাজমুল হক মাহবুব বিজয়ী হয়েছেন ১ হাজার ৬৬০ ভোট পেয়ে। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি রেজাউল আলম অপু পেয়েছেন ১ হাজার ৪৭৯ ভোট।
দ্বি-বার্ষিক (২০২২-২০২৩) এ নির্বাচনে ‘মিসবাহ-অপু’ এবং ‘মান্নান-মাহবুব’ দ্ইু প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। সমিতির কার্যকরী পরিষদের ১৯টি পদের সব ক’টি পদেই ‘মান্নান-মাহবুব’ প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

কুইন্সের উডহ্যাভেন বুলেভার্ডে ভোট কেন্দ্র ‘জয়া হলে’ সমিতির নির্বাচন কমিশনের প্রধান সমন্বয়কারী আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রাজ্জাক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় কমিশনের সদস্য হিফজুর এম রহমান, জালাল উদ্দিন আহমদ, কামাল চৌধুরী ও মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে বিজয়ীরা হলেন: সভাপতি- মোহাম্মদ আব্দুল মান্নান, সহ সভাপতি- ফয়জুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক- নাজমুল হক (মাহবুব), সহ সাধারণ সম্পাদক- আবদুন নূর হারুন, কোষাধ্যক্ষ- আব্দুল হান্নান দুখু, সাংগঠনিক সম্পাদক- আবু তৈয়ব মোহাম্মদ তালহা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, দপ্তর সম্পাদক- আব্দুল হামিদ, প্রচার সম্পাদক- আব্দুল হাকিম, ক্রীড়া সম্পাদক- কিবরিয়া আহমেদ শাহিদ, সমাজকল্যাণ সম্পাদক- আকতরারুজ্জামান শাহীন মালিক, মহিলা সম্পাদক- নাজমা আহমেদ এবং কার্যকরী সদস্য যথাক্রমে- মোহাম্মদ খলকুর রহমান, জামাল হোসেন, মোহাম্মদ রাজ্জাক মুন্না, নূর উদ্দিন, ফখরুল হক, হোসেন আহমদ ও মোহাম্মদ আবু তাহের। এর আগে ভোট কেন্দ্র ‘জয়া হলে’ ফলাফল ঘোষণার পরই বিজিতরা অভিনন্দন জানান বিজয়ীদেরকে।

এসময় বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, বিজিত সভাপতি মিসবাহ আহমদ, নব নির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল হক (মাহবুব) এবং বিজিত সাধারণ সম্পাদক রেজাউল আলম (অপু)।

বিজয়ী ও বিজিতরা অবাধ ও সুষ্ঠু নির্বচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পরে বিজয় মিছিলের মাধ্যমে কুইন্সের ওজনপার্ক আল মদিনা পার্টি হলে জড়ো হন বিজয়ী প্যানেলের সমর্থকরা। এ সময় পার্টি হলে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এর আগে ভোট কেন্দ্র ‘জয়া হলে’ সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এক টানা ভোট গ্রহণ চলে। মেশিনের মাধ্যমে পুরুষ ও মহিলাদের পৃথকভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার সমিতির এ নির্বাচন ঘিরে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Exit mobile version