নিউ জার্সির আটলান্টিক সিটিতে জগন্নাথ দেবের রথযাত্রা

সন্ধান২৪.কম ঃ ২৪ জুন, শনিবার আটলান্টিক সিটির ঐতিহাসিক বোর্ডওয়াকে অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের রথযাত্রা।

নিউ জার্সির প্লেইনফিল্ডের শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও কালচারাল সেন্টার আয়োজিত রথযাত্রায় প্রচুর সংখ্যক ভক্ত অংশ গ্রহন করেন। বোর্ডওয়াকের নিউজার্সি অ্যাভিনিউ থেকে শুরু হওয়া রথের গন্তব্যস্থল ছিল কেনেডী প্লাজা।
রথের সঙ্গে সঙ্গে ঢোল-খোল, মৃদঙ্গের আওয়াজের সঙ্গে তাল মিলিয়ে ভক্তদের কণ্ঠের সম্মিলিত কোরাসে ধ্বনিত হতে থাকে ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’।
রথ টানতে টানতে কাফেলার মাঝে বিতরণ হতে থাকে হরেক পদের ফল-ফলাদি ও মিষ্টিসহ হরেক রকমের উপাদেয় প্রসাদ।
উন্মুক্ত মঞ্চে হরিনাম সংকীর্তন, ধর্মীয় সংগীত,নৃত্য পরিবেশনের পাশাপাশি চলে মহাপ্রসাদ বিতরণ। রথযাত্রার অনুষ্ঠানে সুমৌলি ভট্টাচার্যের নৃত্যশৈলী সবাই উপভোগ করেন।
এই রথযাত্রার বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জগন্নাথ দেবের পূজার্চনা, হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনা করে প্রার্থনা,সংগীত ও নৃত্য ইত্যাদি।

Exit mobile version