সন্ধান২৪.কম: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ করেছে। উভয় দলই ব্যানার,পোষ্টার,ফেষ্টুনসহকারে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
১৭ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত দশটা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী একটি ভিভিআইপি ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিকেল ৫ টা থেকে জেএফকে বিমান বন্দরে তাদের নেত্রী শেখ হাসিনাকে ‘স্বাগত’ যুুক্তরাষ্ট্র আওয়ামীলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ,যুবলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান,হাজী এনাম,চন্দন দত্ত,ডা.মাসুদুল হাসান,মমতাজ শাহনাজ, ইমদাদুর রহমান চৌধুরী (ইমদাদ), আব্দুর রহিম বাদশা, মহিউদ্দিন দেওয়ান, শাহীন আজমল, নুরুল আমিন বাবু, সাখাওয়াত বিশ্বাস, নূরুজ্জামান সর্দার, কিবরিয়া জামান, এম এ আলম বিপ্লব, কাজী আজিজুল হক খোকন ও জুয়েল আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা জেড এ জয় ও জাহাঙ্গীর এইচ. মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা হাজী এনাম বলেন,শেখ হাসিনা বিশ্ববাসীর উদ্দেশ্যে তিনি কি বলবেন এবং বাংলাদেশের জন্য কি অর্জন করে নিয়ে যাবেন, তা জানার জন্য নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশীরা অধীর অপেক্ষায় আছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে যুক্তরাষ্ট্রের আওয়ামীলীগের নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।



অপর দিকে আওয়ামী লীগের সমাবেশ থেকে কিছুটা দুরে যুক্তরাষ্ট্র বিএনপি,ষ্টেট বিএনপি.মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, জাতীয়তাবাদী ফোরাম,ছাত্রদল,যুবদলের নেতা-কর্মীরা শেখ হাসিনার পদত্যাগ ও তত্বাবধায়ক সরকারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট,, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সাধারণ সম্পাদক আশারাফ হোসেন, সাইদুর রহমান ডিউক, মিজানুর রহমান মিজান প্রমূখ।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এক বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তারা নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেন। প্রতিবাদ সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ বলেন, আমরা আগামী সংসদ নির্বাচনে ভোটারবিহীন অগণতান্ত্রিক ও প্রহসনের নির্বাচন হতে দেব না। এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত¡াবধায়ক সরকার গঠন করতে হবে।
উল্লেখ্য যে. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ভাষণ দিবেন। ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে যোগ দিবেন।
২০ সেপ্টেম্বর কোভিড পরবর্তী করণীয়, বিশ্ব নারী নেতৃত্বের ভ‚মিকা বিষয়ক ‘ইউএনজিএ’, এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ সেপ্টেম্বর বাংলাদেশের স্বাস্থ্যবান্ধব নীতি এবং জনগণের স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরবেন।
এ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্রপ্র্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের আহŸানে ৪ টি বৈঠক করবেন।
স্পেনের প্রধানমন্ত্রী এবং উইরোপীয় ইউনিয়নের আহŸানে উচ্চ পর্যায়ের বৈঠক হবে। এ ছাড়াও হাঙ্গেরী,কাজাখাস্তান, ঘানা,অস্ট্রেলিয়া,চেক প্রজাতন্ত্র,নেদারল্যান্ডসহ বিভিন্ন্ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে চুক্তি ও বৈঠক অনুষ্ঠিত হবে।