বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের কমিটি গঠন ও দায়িত্ব হস্তান্তর

স্পেনের মাদ্রিদের একক প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কার্যনির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন- সভাপতি আল মামুন, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, সহ-সভাপতি শামিম আহমেদ, সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, সহ-সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. দীন, কোষাধক্ষ্য মো. শাওন আহমদ, সহ-কোষাধক্ষ্য মো. নাজমুল করিম পাটোয়ারী, প্রচার ও অফিস সম্পাদক মো. আবুল কালাম সরকার, সহ-প্রচার ও অফিস সম্পাদক আব্দুল মালিক, শিক্ষা সাংস্কৃতিক ও ধর্ম সম্পাদক মো. জহির উদ্দিন, সহ-শিক্ষা সাংস্কৃতিক ও ধর্ম সম্পাদক শামিম খান বিপ্লব, ক্রীড়া সম্পাদক মো. সুমন, সহ-ক্রীড়া সম্পাদক মো. কামিল আহমদ সুবেল, মহিলা ও সাংস্কৃতিক সম্পাদিকা জোসনা বেগমসহ মহিলা ও সাংস্কৃতিক সম্পাদিকা রুমি খালেদা, সদস্য আবুল হোসেন, আহমেদ আসাদুর রাহমান সাদ, নূর মোহাম্মদ সরকার।

এই ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার। রোববার রাত সাড়ে ৮টায় স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার অ্যাসোসিয়েশনের হলরুমে নির্বাচন কমিশনের উদ্যোগে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় কমিশনারদের মধ্যে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার মুজাম্মেল হক মনু, কোষাধক্ষ্য বাহারুল আলম, সহ-কোষাধ্যক্ষ রমিজ উদ্দিন, হেমায়েত খান, সাঈদ মিয়া, আব্দুল মজিদ সুজন, জাকিরুল ইসলাম প্রমুখ।

এছাড়া বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল খান, সহ-সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান প্রমুখ।

Exit mobile version