বাংলাদেশ মহিলা দল টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে

সন্ধান২৪.কম :  বাছাইপর্বে দুই ম্যাচ বাকি রেখেই উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলল বাংলাদেশ। এই নিয়ে টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর আগামী জুন-জুলাইয়ে হবে ইংল্যান্ডে।

নিজেদের ম্যাচ জিতে কাজ এগিয়ে রেখেছিল বাংলাদেশ। অপেক্ষা ছিল অন্য ম্যাচের ফল পক্ষে আসার। সেটিও মিলে গেল। বাছাইয়ে দুই ম্যাচ বাকি রেখেই উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলল নিগার সুলতানার দল।

নেপালে বিশ্বকাপ বাছাইপর্বে সুপার সিক্সের ম্যাচে বুধবার থাইল্যান্ডকে ৩৯ রানে হারায় বাংলাদেশ। পরে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয়ে নিশ্চিত হয়ে যায় নিগারদের বিশ্বকাপে জায়গা পাওয়া।

২০১৪ সালে অভিষেক আসরে তারা খেলেছিল দেশের মাঠে স্বাগতিক হিসেবে। পরের প্রতিবারই বিশ্ব আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা বাছাই পেরিয়ে।

২১ রানে জিতে নেদারল্যান্ডসও নিশ্চিত করেছে বিশ্বকাপে খেলা।

সুপার সিক্সের পয়েন্ট তালিকায় বাংলাদেশ এখন সবার ওপরে। ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট তাদের। নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়া জয়ের পয়েন্ট এখানে যোগ হয়েছে। সুপার সিক্সে ওঠা যে দলগুলো গ্রুপেও প্রতিপক্ষ ছিল, তারা এই পরস্পরের মুখোমুখি হবে না। সুপার সিক্সে তাই প্রতি দল ম্যাচ খেলবে ৩টি, যদিও হিসাব হবে মোট ৫ ম্যাচের পয়েন্ট।

বাংলাদেশের সমান ৬ পয়েন্ট নেদারল্যান্ডসেরও। তবে রান রেটে ডাচ মেয়েরা আছে দুই নম্বরে।

সুপার সিক্সের শীর্ষ চার দল সুযোগ পাবে বিশ্বকাপে। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের জায়গা নিশ্চিত হওয়ার পর বাকি দুটি জায়গায় জন্য লড়াইয়ে আপাতত চার দল। স্কটল্যান্ডের পয়েন্ট ৪, আয়ারল্যান্ডের ২। থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পয়েন্ট নেই।

বাছাইয়ে বাংলাদেশের শেষ দুই ম্যাচ শুক্রবার স্কটল্যান্ডের বিপক্ষে, রোববার নেদারল্যান্ডসের সঙ্গে।

 

Exit mobile version