বিয়ানীবাজার সমিতি বন্যার্তদের সাহায্যার্থে ২৫ হাজার ডলার পাঠাচ্ছে

সন্ধান২৪.কম: গত ২১ জুলই রোববার ওজনপার্কের মামোছ পার্টি হলে বিয়ানীবাজার সমিতির সাধারণ সভা হয়। সভায় বিয়ানীবাজার উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভায় বর্ন্যাত্মদের মাঝে আর্থিক সাহায্য দেয়ার সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু। মঞ্চে উপবিষ্ট ছিলেন উপদেষ্টা মোহাম্মদ ফখর, মোজাহিদুল ইসলাম, গহর চৌধুরী কিনু, হারুন মিয়া, ফখরুল ইসলাম বেলাল, সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, বুরহান উদ্দীন কপিল। জরুরি সাধারণ সভায় প্রথমে ৩০ হাজার ডলার ত্রাণ সহায়তা পাঠানোর সিদ্ধান্ত হয়।

সমিতির পক্ষ থেকে সা¤প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ লোকদের মধ্যে এই আর্থিক ত্রাণ সাহায্য দেওয়া হবে। যে এলাকার মানুষ বেশি আক্রান্ত তারা পাবে বেশি, আর অপেক্ষাকৃত কম আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত এলাকার লোকজন কম পাবে। ত্রাণের এ অর্থ সমিতির ফান্ড থেকে উত্তোলন করে বিতরণ করা হবে।
আলোচনায় অংশ নেন-সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, সাবেক উপদেষ্টা আজীজুর রহমান পাখী, বাফেলো বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল আহাদ, সাবেক প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, বিয়ানীবাজার সমিতির বর্তমান কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু, সাবেক দফতর সম্পাদক আব্দুল হামিদ, জামাল আহমদ, আলতাফ হোসেন প্রমুখ।

Exit mobile version