যুক্তরাষ্ট্রআওয়ামী লীগের সভায় প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা

শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই

সন্ধান২৪.কম: কোন কোন রাজনৈতিক দলের স্বপ্ন হচ্ছে আওয়ামী লীগকে চিরতরে উৎখাত করা। কিন্ত এটা বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনক্রমেই সম্ভব নয়। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কর্মকান্ড আজ বিশ্বের উন্নয়নের মডেল হয়ে দাড়িয়েছে। তাই শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র অঙ্গসংগঠন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এসব কথা বলেন। গত ২ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটনের নবান্ন পার্টি হলে মতবিনিময় সভায় তিনি প্রবাসী বাংলাদেশিদের দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।


যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি বলেন,আর কোনোদিন বিএনপি-জামায়াত ক্ষমতায় আসতে পারবে না। বিদেশে বসে যারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, শেখ হাসিনাকে দুর্বল করার চেষ্টা করছে এবং প্রধানমন্ত্রী এলে যারা বিক্ষোভ করে সেসব ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।


তিনি আরও বলেন, বাংলাদেশের যত অর্জন সব আর্জনের পেছনে রয়েছে শেখ মুজিবের স্বপ্ন এবং শেখ হাসিনার নেতৃত্ব। শেখ হাসিনা বারবার প্রমাণ করেছেন, তিনি দেশে স্বার্থ বিকিয়ে দেননি। বাংলাদেশ আজ তার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের গণতন্ত্রকে উপেক্ষা করা হচ্ছে। আমেরিকা আমাদের গণতন্ত্র শেখানো এবং মানবাধিকার শেখানোর সবক দিচ্ছে। অথচ তাদের দেশেই আমাদের সন্তানদের হত্যা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটিতে শুন্যপদে কয়েকজন সদস্যকে অর্ন্তভুক্ত করা নিয়ে চরম বিশৃঙ্খলা দেয়। ফলে পরিস্থিতি শান্ত করতে মঞ্চে অতিথি ছাড়া শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক আসন গ্রহন করেন।

Exit mobile version