নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমকে প্রতিরোধের ডাক,দরজা ভাংচুর একজন গ্রেপ্তার

বাংলাদেশ কনস্যুলেট অফিসের দরজা ভাঙচুর করা হয়

সন্ধান২৪.কম:  নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের আগমনকে ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশের এক পর্যায়ে বিক্ষুব্ধরা কনস্যুলেট ভবনে প্রবেশের প্রধান দরজা ভেঙ্গে ফেলে। এর পর ব্যাপকসংখ্যক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও পরে তাকে ছেড়ে দেয়।

গত ২৪ আগষ্ট নিউইয়র্কের কুইন্স বুরোতে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট অফিস রোববার এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা। তথ্য উপদেষ্টাকে প্রতিরোধের ডাক দিয়ে একদিন আগে ২৩ আগষ্ট আওয়ামী লীগ প্রচার চালায়। এতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে প্রতিরোধের জন্য কনস্যুলেট অফিসের সামনে জড়ো হয়। কিন্ত একটি সুত্রে জানা যায়, মাহফুজ আলম অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগেই কনস্যুলেট অফিসে প্রবেশ করেন।

কনস্যুলেট অফিসের সামনে আওয়ামী লীগ তাদের দলীয় পতাকা হাতে, ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘আমি কে তুমি কে,বাঙালি বাঙালি’,‘বার বার দরকার শেখ হাসিনার সরকার’,‘হটাও ইউনুস বাঁচাও দেশ,শেখ হাসিনা নির্দেশ’,‘অবৈধ সরকারের পদত্যাগ চাই’, ‘মাহফুজের  বিচার চাই’ স্লোগান দিয়ে কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেন। এ সময় কনস্যুলেট ভবনের কাঁচের দরজা ভেঙে ফেলেন। কনস্যুলেট আয়োজিত অনুষ্ঠানে কয়েকজন অতিথি প্রবেশের সময় তাদের উদ্দেশ্যে ডিম ও জলের বোতল ছুঁড়ে মারেন।

তাঁরা মূলত মাহফুজ আলমের বিরুদ্ধেই বেশি বিভিন্ন স্লোগান দেন । বিক্ষোভকারীরা মাহফুজ আলমের ছবিসহ তার বিচার চেয়ে অনেকগুলি পোষ্টার ভবনের দরজায় ঝুলিয়ে রাখেন।

এদিকে কনস্যুলেট ভবনের প্রধান দরজা ভাঙ্গার সময় পুলিশ একজন বিক্ষোভকারীকে গ্র্রেপ্তার করলেও ড. সিদ্দিকুর রহমানের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেয়া হয়।

ফুটপাতে বিক্ষোভ সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান,ড. প্রদীপ রঞ্জন কর,ডা. মাসুদুল হাসান, আব্দুস ছামাদ আজাদ,মহিউদ্দিন দেওয়ান,আব্দুল হাসিব মামুন,শাহনাজ মমতাজ, মো: সোলেওমান আলী, শাহ বখতিয়ার আলী, মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমূখ।

জানা গেছে, অনুষ্ঠান চলাকালে মাহফুজ আলম কখন বের হবেন, সে জন্য একদল ব্যক্তি বাইরে অপেক্ষা করেন। আওয়ামী লীগ নেতা–কর্মীদের অবস্থান জেনে কনস্যুলেট অফিস পুলিশ ডাকে। স্থানীয় সময় রাত ১২টার পর নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) পাহারায় উপদেষ্টা মাহফুজ আলম কনস্যুলেট অফিস থেকে বের হয়ে যান।

রাষ্ট্রীয় সফরে মাহফুজ আলম আগামী ২৭ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকবেন।

 

 

Exit mobile version