সন্ধান২৪.কম ওয়েবডেস্ক: জীবিত হামজা বিন লাদেন! ওসামা বিন লাদেনের ছেলে তিনি। আত্মগোপনে থেকে তিনিই এখন আল কায়দার নেতৃত্ব দিচ্ছেন। এই খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে।
গোয়েন্দা প্রতিবেদনে বলা হচ্ছে, ভাই আব্দুল্লা বিন লাদেনের সঙ্গে যৌথভাবে আল কায়দা চালাচ্ছে তাঁরা। প্রশিক্ষণ দিচ্ছে নতুন সঙ্গীদের। চলছে সন্ত্রাসবাদী কাজ চালানোর আলোচনাও। সংবাদ সংস্থা জানাচ্ছে, আফগানিস্তানের উত্তরে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। সেখানে ওই দুই ভাইকে ঘিরে রেখেছে ৪৫০ জন আফগান জঙ্গি। একই সঙ্গে সতর্কবার্তা দিয়ে ওই সংবাদ সংস্থা জানিয়েছে খুব তাড়াতাড়ি পশ্চিমা দেশগুলিতে আঘাত হানতে চলেছে হামজার নেতৃত্বে আল কায়দা।
২০১১ সালের এপ্রিলে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন সেনাবাহিনীর অভিযানে নিহত হয় ওসামা বিন লাদেন। আল কায়দার প্রধানের মৃত্যুর খবর সুনিশ্চিত করে আমেরিকার প্রশাসন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার ধ্বংসের মূল কারিগর ছিল লাদেন। এ ছাড়াও বহু সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে সে সঙ্গীসাথীদের নিয়ে।
লাদেনের মৃত্যুর পর জঙ্গি সংগঠন আল কায়দার প্রধানের দায়িত্ব পায় আল জাওয়াগিরি। তাঁর সঙ্গে মিলে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল লাদেনের ছেলে। ২০১৯ সালে ড্রোন হামলায় মারা গিয়েছেন হামজা এমনটাই দাবি করা হয়ে আসছে বিভিন্ন রিপোর্টে। যদিও এই নিয়ে পেন্টাগনের অফিসিয়াল কোনও বিবৃতি পাওয়া যায়নি সেসময়।
বর্তমানে এই খবর সামনে আসায় হামেজা যে জীবিত তাতে যে কোনও মুহূর্তে জঙ্গি হামলা হতে পারে এই আশঙ্কাও কয়েকগুণ বাড়িয়ে দিল বলেই মনে করা হচ্ছে।