সন্ধান২৪.কমঃ রাজস্থান থেকে অপহৃত দুই ব্যক্তির দগ্ধ দেহ উদ্ধার হল হরিয়ানার ভিওয়ানি জেলায়। মৃতের পরিবারের অভিযোগ, বজরং দল ও ‘গো-রক্ষক’ তাদেরকে প্রথমে মারধর করে এবং পরে আগুন দিয়ে পুড়িয়ে মারে।

একটি পুড়ে যাওয়া গাড়ি থেকে বৃহস্পতিবার উদ্ধার হয় দেহ দুটি। মৃতদের নাম নাসির (২৫) ও জুনেইদ ওরফে জুনা (৩৫)। দু’জনেই রাজস্থানের ভরতপুর জেলার পাহাড়ি তহসিলের ঘাটমিখা গ্রামের বাসিন্দা ছিলেন। এদিকে, দুই ব্যক্তির পরিবারের অভিযোগ, মৃতদের পরিবারের অভিযোগ, বজরং দলের সদস্য তথা গো-রক্ষকরা তাঁদের অপরহণ করেছিল। যদিও পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে গো-রক্ষক বাহিনীর কোনও যোগ আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। বুধবার দুই ব্যক্তিকে অপহরণ করা হয় ।
বৃহস্পতিবার হরিয়ানার ভিওয়ানির লোহারু এলাকায় রাস্তার পাশে পোড়া গাড়ি দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। তারপরেই দুই ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। পোড়া গাড়ির রেজিস্ট্রেশন নম্বর থেকে জানা যায়, ওই গাড়িটি রাজস্থানের। জানা গেছে, গাড়ির মালিক জুনেইদ ও নাসির বুধবার থেকে নিখোঁজ ছিলেন। থানায় অভিযোগও দায়ের করা হয়েছে দুই ব্যক্তির খোঁজে। রাজস্থান পুলিশ বলেছে, তাঁদের এক তুতো ভাই পুলিশের কাছে অপহরণের অভিযোগ করেন।
এদিকে, পুলিশ জানিয়েছে, পোড়া গাড়িটি আসিন খান নামে এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা গাড়িটিকে লোহারুতে নিয়ে এসে মাঝরাতে আগুন জ্বালিয়ে দিয়েছে। দেহ দু’টি শনাক্ত করার জন্য দু’জনের পরিবারকে ঘটনাস্থলে ডাকা হয়। এরপর নিয়ম মেনে দেহ দু’টি তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, গরু পাচারকারী সন্দেহে দু’জনকে খুন করা হয়েছে।