সন্ধান২৪.কম : আগামী শুক্রবার ৯ জুন যুক্তরাষ্ট্রে বায়োস্কোপ ফিল্মসের ৩২তম চলচ্চিত্র পরিবেশনা,প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ নিউইয়র্ক সহ প্রায় ২০টি শহরে মুক্তি পাচ্ছে ।
এই যাত্রার অংশ হিসেবে জামাইকা মাল্টিপ্লেক্স সিনেমায় শুক্রবার সন্ধ্যা ৮ টায় ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান।

লন্ডনে চিত্রায়িত ভিন্নধর্মী এক গল্পের পটভূমীতে তৈরী “ ‘আরো এক পৃথিবী’। ছবিতে চলচ্চিত্র অভিষেক হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনের । ছবিটির মুক্তি উপলক্ষে একটি ভিডিও বাইটে দেয়া বক্তব্যে তাসনিয়া ফারিন বলেন,‘আমি খুবই খুশী বায়োস্কোপ ফিল্মস আমাদের এই ছবিটি আরো বেশী করে আমেরিকা এবং কানাডায় দর্শকদের কাছে নন্দিত হবে। আমি আশা করছি আমার শুভাকাঙ্খীরা যারা আমেরিকায় আছেন,তারা ছবিটি দেখবেন এবং অবশই জানাবেন কেমন লাগলো।’
পরিচালক অতন ঘোষ তার ভিডিও বার্তায় বলেন,‘আগামী ৯ই জুন আমার অত্যন্ত প্রিয় নতুন একটি কাজ মুক্তি পাচ্ছে ছবিটির নাম ‘আরো এক পৃথিবী’। হলে আসুন, ছবিটি দেখে জানাবেন কেমন লাগলো।’
বায়োস্কোপ ফিল্মস এর কর্ণধার নাউশা বারশিদ বলেন, ‘রুচিশীল নন্দিত পরিচালকদের কাজ আমেরিকার দর্শকদের কাছে নিয়ে আসতে আমরা অঙ্গীকারবদ্ধ। তাসনিয়া ফারিন আমাদের মতে অনেক দূর যাবেন। বায়স্কোপ ফিল্মস তার এই উত্থানেতার পাশেই থাকবে।’ বায়োস্কোপ ফিল্মস-এর প্রতিষ্ঠা তাসি এ ও রাজ হামিদ বলেন,নিউইয়র্ক, নিউজার্সি,সানফ্রান্সিস্কো,আটলান্টা, বোস্টন, ডালাসসহ প্রায় ২০টি শহরে ছবিটি প্রদর্শিত হবে । আমরা আশাবাদি। দর্শক হলে না গেলে হল মালিকরা এক সময় বাংলা ছবিকে জায়গা দেবেনা। তাই দরশকদের উচিৎ হলের পুরো এক্সপেরিয়ান্সে আবাহন করে হলে ছবিটি দেখা।’
‘আরো এক পৃথিবী’ লিখেছেন এবং পরিচালনা করেছেন অতনু ঘোষ ,প্রযোজনা করেছেন এসকে মুভিজ । তাসনিয়া ফারিন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন। বিখ্যাত অভিনেতা / পরিচালক কৌশিক গাঙ্গুলী , অনিন্দিতা বসু এবং সাহেব ভট্টাচার্য ।
‘আরো এক পৃথিবী’ বায়োস্কোপ ফিল্মস এর ৩২ তম যুক্তরাষ্ট্র পরিবেশনা।