আলাস্কায় বিমানে জ্বালানি ভরতে পুতিনের খরচ ৩ কোটি ৩৩ লক্ষ টাকা

ওয়াশিংটন: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলাস্কায় বিমানে জ্বালানি ভরার জন্য প্রায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (তিন কোটি ৩৩ লাখ টাকারও বেশি) নগদ দিতে হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কায় এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে। রেড কার্পেটে তাঁকে স্বাগতও জানানো হয়। কিন্তু আমেরিকা থেকে ফেরার সময় তিনটি জেট বিমানে জ্বালানি ভরার জন্য রাশিয়ার খরচ হয়েছে প্রায় ৩ কোটি ৩৩ লক্ষ টাকা (প্রায় ২৫ লক্ষ মার্কিন ডলার)। এমনটাই দাবি করেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও।

কিন্তু তার পরেও বিমানে জ্বালানি ভরতে কেন টাকা খরচ করতে হল রাশিয়াকে ? জানা গিয়েছে, এর নেপথ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞার কোপ। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে রুবিও বলেন, ‘রাশিয়ার বিমান আলাস্কায় পৌঁছনোর পর তাদের জ্বালানি ভরার প্রয়োজন হয়। কিন্তু নিষেধাজ্ঞার কারণে তারা আমাদের ব্যাঙ্কিং ব্যবস্থা ব্যবহার করতে পারেনি। সেই কারণে জ্বালানি বাবদ গোটা টাকাটাই তাদের নগদে দিতে হয়।’ আলাস্কায় প্রায় পাঁচ ঘণ্টা ছিল টিম পুতিন। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনের পরেই মস্কোর উদ্দেশে রওনা দেন তাঁরা।

গত ১৫ আগস্ট ট্রাম্পের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে আলাস্কায় আসেন পুতিন। লাল কার্পেট পেতে তাঁকে স্বাগত জানানো হয়।

Exit mobile version