কানাডার শহরে টিকা না নেওয়া ব্যক্তিদের ওপর স্বাস্থ্য করের পরিকল্পনা বাতিল

টিকা না নেওয়া ব্যক্তিদের ওপর স্বাস্থ্য কর আরোপের পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছে কানাডার কুইবেক শহরের কর্তৃপক্ষ। ওই পরিকল্পনায় প্রাপ্তবয়স্কদের মধ্যে ভ্যাকসিন প্রত্যাখ্যানকারীদের একটি বিশেষ স্বাস্থ্য করের আওতায় আনার কথা বলা হয়েছিল। মঙ্গলবার কুইবেকের প্রিমিয়ার ফ্রাঙ্কোইস লেগল্ট এটি বাতিলের ঘোষণা দিয়ে বলেন, ধারণাটি খুব বিভক্তিকর। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

বিশেষজ্ঞরা বলেছেন, ধারণাটি কানাডার সর্বজনীন জনস্বাস্থ্য ব্যবস্থার চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

কুইবেকের প্রিমিয়ার ফ্রাঙ্কোইস লেগল্ট বলেন, করোনাবিধিকে ঘিরে রাজ্যে বিভাজনের ঘটনায় তিনি উদ্বিগ্ন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার দায়িত্ব হলো কুইবেকারদের ঐক্যবদ্ধ থাকার জন্য একত্রিত করার চেষ্টা করা। ফলে আমরা স্বাস্থ্য করের বিষয়টি নিয়ে আর সামনে অগ্রসর হবো না। আমি বুঝতে পেরেছি, এটি কুইবেকের বাসিন্দাদের বিভক্ত করে। কিন্তু এই মুহূর্তে আমাদের সেতুবন্ধন তৈরি করতে হবে।’

কানাডার মোট জনসংখ্যার প্রায় ৬১ শতাংশের বাস কুইবেক ও প্রতিবেশী অন্টারিওতে।

Exit mobile version