ঘরের শোভা বৃদ্ধি করতে পারে ফল রাখার শৌখিন পাত্র, ধাতব, কাঠ, প্লাস্টিক

ধাতব ফল রাখার পাত্রটি বাড়িয়ে দিতে পারে ঘরের শোভা। ছবি: সংগৃহীত।

সন্ধান২৪.কম ডেস্ক ঃ কাঠ, বেত, ধাতু কিংবা প্লাস্টিক দিয়ে তৈরি নকশাদার ফল রাখার পাত্র দেখলে চোখ আটকে যেতে পারে। সুন্দর বাসনপত্র, চায়ের কাপ যেমন ঘরের শোভা বৃদ্ধি করে, তেমনই শৌখিন ফলের ঝুড়িও মানুষকে আকৃষ্ট করতে পারে।

ফলের ঝুড়িতে রং, আকার আনুযায়ী সুন্দর করে ফল সাজানো নিঃসন্দেহে এক রকম শিল্প। কিন্তু সেই ফল রাখার ঝুড়ি কিংবা পাত্রটি নিজেই শিল্প হয়ে উঠতে পারে। ফলের মতো দেখতে ফল রাখার পাত্র যেমন আছে, তেমনই আছে নকশাদার ঝুড়িও। কোনওটি দেখতে আমের মতো, কোনওটি আবার আপেলের আকারের। কোনওটি দুটি থাকবিশিষ্ট, কোনওটির ঢাকায় আবার সুন্দর কারুকাজ করা!

ফলের আকার

ফলের মতোই দেখতে ফল রাখার পাত্র। ছবি :সংগৃহীত।

ফল রাখার পাত্র নানা আকারের হতে পারে। এর মধ্যে অন্যতম হল ফলের আকারের ফল রাখার পাত্র। এগুলির কোনওটিকে দেখতে অবিকল আপেলের মতো। কোনওটিকে দেখতে আবার আমের মতো। কোনওটি কাঠের তৈরি, কোনওটি আবার প্লাস্টিকের তৈরি। এমন ফলাধার পাত্র খাবার টেবিলে রাখলে মানুষের নজর কাড়বে। সুন্দর রান্নাঘরেও এটি অনায়াসেই জায়গা করে নেবে।

সাইকেলের আকার

সাইকেলের আকারের এমন পাত্রেও ফল রাখা যায়।

ছোট্ট একটি সোনালি সাইকেল আকারের ধাতব ঝুড়ি! আর তাতেই সাজানো যায় রং বেরঙের ফল। বসার জায়গায় কিংবা খাবার ঘরে এটি রাখলে শোভা বৃদ্ধি পাবে। বড়সড় ডাইনিং হলেও এমন সাইকেল আকারের বড়সড় ফলপাত্র রাখা যেতে পারে।

পাখির খাঁচা

পাখির খাঁচার আদলে তৈরি ফল রাখার পাত্র। ছবি: সংগৃহীত।

ফলের ঝুড়িটি দেখতে হবে অবিকল পাখির খাঁচার মতো। উপরের ঢাকনা খুলে তাতে ফল রাখা যাবে। সূক্ষ ছিদ্র দিয়ে হাওয়া চলাচলও করতে পারবে। আবার ঢাকা দিয়ে রাখলে মনে হবে ঘর সাজানোর জিনিস।

ধাতব ঝুড়ি

তিন থাক বা দুই থাকের ধাতব ফল রাখার স্ট্যান্ডও ব্যবহার করা যায়। ছবি :সংগৃহীত।

রট আয়রনের তৈরি তিন থাক বা দুই থাকের শৌখিন ফল রাখার ঝুড়িও হয়। দেখতে ঠিক বেতের ঝুড়ির মতো নয়। ঢাকনা থাকে না এতে। কিছুটা স্ট্যান্ডের মতো আকার। খাবার জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখলে সকলের চোখ পড়বেই।

বেতের পাত্র

বেত, জুট দিয়ে তৈরি ফল রাখার বিভিন্ন পাত্র পাওয়া যায়। এটি দেখতে হাঁসের মতো। ছবি: সংগৃহীত।

 

বেতের বা জুটের ঢাকনা দেওয়া ফলের বাক্সও রয়েছে। এগুলি দুই-তিন থাকের হয়। নকশা করা স্ট্যান্ড থাকে। আনন্দবাজার ডট কম ডেস্ক

 

 

Exit mobile version