সন্ধান২৪.কম ঃ বর্হিবিশ্বে বাংলাদেশীদের সবচেয়ে বড় বিনোদন অনুষ্ঠান ঢালিউড এওয়ার্ড আগামী ২৫ জুন নিউইয়র্ক ও ১ জুলাই ভার্জেনিয়ায় অনুষ্ঠিত হবে।
গত বোববার জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম এ ঘোষণা দেন। এ সময় ভার্জেনিয়া ও ওয়াশিংটনের ঢালিউড এওয়ার্ডের ৪ টি আয়োজক সংগঠন বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন, বাইটপো, লাভ শেয়ার বিডি ও ৭১ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আলম বলেন, দুটি অনুষ্ঠানে মোট ৩৫টি অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে বিজয়ীদরের হাতে।
শো টাইম মিউজিকের সিইও বলেন, ভার্জিনিয়ায় ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ডেও দেশের সেরা অভিনয় শিল্পীরা উপস্থিত থাকবেন।
প্রথমবারের মতো এ অনুষ্ঠানে অংশ নিবেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম,চঞ্চল চৌধুরী,সাজু খাদেম, জিয়াউল হক পলাশ, চিত্র নায়িকা প্রিয় মনি, গায়ক প্রতিক হাসান, কেয়া পায়েল , মিথিলা, তৃণা , মন্দিরাসহ বেশ কিছু ত তারকা।
অন্যদিকে ভার্জিনিয়াতে বাংলাদেশ টেলিভিশন এবং চলচ্চিত্রের প্রায় ১৫ জন তারকা শিল্পী অংশগ্রহণ করবেন। এদের মধ্যে রয়েছেন পূজা চেরি,মিশা সওদাগর,জায়েদ খান, অমিত হাসান, চঞ্চল চৌধুরী , মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, সাজু খাদেম, তাসনিয়া ফারিণ, জিয়াউল হক পলাশ ,শাহনাজ খুশি, মন্দিরা চক্রবর্তী , মডেল মিথিলা, তৃণা ও ইয়াসমিন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কবির পাটোয়ারি, পারভিন পাটোয়ারি, অমিত হাসান, সারোয়ার মিয়, সৈয়দ বাবু, হাসান চৌধুরী, শামসুদ্দিন মাহবুব, মামুন মোতালেব ও মনির হোসেন।
২৫ জুন নিউইয়র্কের আমাজুরা হলে মিউজিক এওয়ার্ড এবং ১ জুলাই ফিল্ম এওয়ার্ড টি অনুষ্ঠিত হবে ভার্জিনিয়ায়।