দুর্গাপুজোয় ইউনূসের উপহার পদ্মার ইলিশ কলকাতার বাজারে

সন্ধান২৪.কম ডেস্কঃ

দুর্গাপুজোর আগে ভারতকে, ১২০০ টন ইলিশ রফতানির বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সরকার । ড. ইউনূসের উপহার পদ্মার ইলিশ বৃহস্পতিবার থেকেই কলকাতার বাজারে মিলবে

বাংলাদেশ থেকে ইলিশবোঝাই ১০টি গাড়ি আনা হবে হাওড়ার পাইকারি মাছের বাজারে। সেখানে বৃহস্পতিবার ভোর ৪টে থেকে নিলাম শুরু হবে।

বহু প্রতীক্ষার শেষে বাংলাদেশের সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে শারদোৎসবের আগেই ভারতের পদ্মার ইলিশ পাঠানো হবে। মঙ্গলবার বাংলাদেশ সরকারের তরফে বিবৃতি জারি হওয়ার পরেই কলকাতার বাজারগুলিতে ক্রেতারা খোঁজ নিতে শুরু করেছেন, ‘‘কবে বাজারে আসছে পদ্মার ইলিশ?’’ কারও আবার প্রশ্ন, ‘‘বাজারে এলে কত দাম হবে পদ্মার ইলিশের?’’ বুধবার বাংলাদেশ থেকে ১০টি গাড়ি কলকাতায় এসে পৌঁছেছে। ১০টি গাড়িতে মোট ৫০ মেট্রিক টন ইলিশ রয়েছে। সব মিলিয়ে ১২০০ মেট্রিক টন পদ্মার ইলিশ ভারতে আসার কথা। ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছে, বুধবার থেকে ধাপে ধাপে বাংলাদেশ থেকে ইলিশ ভারতে আসবে।

আগামী সপ্তাহে কলকাতায় শুরু হয়ে যাবে দুর্গোৎসব। সেই সময় জলের রুপোলি ফসলের মূল্য আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

গত বছর হাসিনার সরকারের পতনের পরে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রফতানিতে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ইউনূস প্রশাসন প্রথমে জানিয়েছিল, উৎসবের মরসুমে ভারতে ইলিশ রফতানি বন্ধ রাখা হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদার কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছিল। নেপথ্যে অন্য কোনও কারণ নেই বলেও জানিয়েছিল মুহাম্মদ ইউনূসের সরকার। যদিও পরে ভারতে ইলিশ রফতানির অনুমতি দেয় তারা। পরবর্তী সময়ে ইউনূস সরকার এ-ও জানিয়েছিল, ইলিশের মতো ‘ক্ষুদ্র ইস্যু’ ভারত-বাংলাদেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না। আনন্দবাজার ডট কম

Exit mobile version