নিউইয়র্কে প্রোগ্রেসিভ ফোরামের সম্মেলনে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার প্রত্যয়

সন্ধান২৪.কমঃ বৈষম্যহীন সমাজ গঠন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ৭২-এর সংবিধান পূণ:প্রতিষ্ঠার শপথ  নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো প্রোগ্রেসিভ ফোরাম ইউএসএ‘র ৪র্থ সম্মেলন।

গত ১৯ অক্টোবর জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এই সম্মেলন উদ্বোধন করেন জাতিসংঘের উন্নয়ন গবেষণা বিভাগের সাবেক প্রধান ড. নজরুল ইসলাম।

সম্মেলনে হাফিজুল হককে পুণরায় সভাপতি এবং জাকির হোসেন বাচ্চুকে সাধারণ সম্পাদক করে দুই বৎসরের জন্য ৪১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান সংগঠনের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম।

সম্মেলন উদ্বোধন করতে গিয়ে ড.নজরুল ইসলাম বলেন,বাংলাদেশে বর্তমান ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছে। সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক চরিত্র পরিবর্তনের জন্য সম্ভাব্য সমস্ত প্রচেষ্টা চলছে। তিনি এইসব অপ-রাজনীতির বিরুদ্ধে প্রগ্রেসিভ ফোরাম আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রথম পর্বে সংগঠনের সভাপতি হাফিজুল হকের সভাপতিত্বে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন, সংগঠনের সদস্য এবং দেশ-বিদেশের বরেণ্য ব্যক্তিদের মৃত্যুতে নিরবতা পালনের মধ্যদিয়ে সম্মেলন শুরু হয়। শোকবার্তা পাঠ করেন নতুন কমিটির সাংস্কৃতিক সম্পাদক সাবিনা হাই উর্বি।

স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব জাকির হোসেন বাচ্চু ও কল্লোল দাস। এরপর সম্মেলনের সাফল্য কামনা করে শুভেচ্ছা বক্তব্য দেন মুজাহিদ আনসারী, মিথুন আহম্মেদ,সৈয়দ জাকির আহম্মেদ রনি,মোশাররফ হোসেন সেন্টু, রানা ফেরদৌস,সাগর লোহানী,ডা. আজিজুল হক,জুলফিকার হোসাইন বকুল,আলীম উদ্দীন, ওবায়দুল্লাহ মামুন,ক্লারা রোজারিও,লিয়াকত আলী,নতুন প্রজন্মের রানিয়া রেজা প্রমূখ। বক্তরা বলেন,মানুষের মুক্তির সংগ্রামকে শক্তিশালী করার জন্য প্রগ্রেসিভ ফোরাম যে ভূমিকা পালন করছেন তা স্মরণযোগ্য হয়ে থাকবে।

দ্বিতীয় সাংগঠনিক পর্ব সংগঠনের সহ-সভাপতি শামসাদ হুসাইনের সভাপতিত্বে শুরু হয়। অর্থ ও সাধারণ সম্পাদকের খসড়া প্রতিবেদন উপস্থাপন করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিরো চৌধুরী। এ পর্বে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা ও শপথবাক্য পাঠ করা হয়।

শেষ পর্বে ছিল উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র শাখা ও অতিথি শিল্পী রেজা রহমানের পরিবেশনায় সংগীত অনুষ্ঠান ।

বিকেল ৪টায় সম্মেলন শুরু হয় এবং রাত ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

 

 

 

Exit mobile version