এস.কে.সরকার
অর্থ যখন মত্ত হয়ে ওঠে তখনই সংস্কৃতির সঙ্কট প্রকট হয়ে দেখা দেয়। সংস্কৃতি হচ্ছে কোনো জাতির ঐতিহ্য ও আদর্শগত মূল্যবোধ যা বিকশিত হয়েছে শত শত বছরের ভাষা,সাহিত্য ও সুরুচির ব্যাপ্তি ও বিকাশের মাধ্যমে। কিন্তু নিউইয়র্কে হালে আমরা সংস্কৃতির যে চিত্র দেখছি সেটা কী ? আমাদের সংস্কৃতির যে সংগ্রামটা, যে চর্চাটা চলে আসছিলে তা কি আছে ? এক কথায় বলা যায় নেই। কেন নেই যদি প্রশ্ন করি তার উত্তর মিলবে কি ?
নিউইয়র্কে এই সময় আয়োজকরা অর্থকে যে ভাবে বড় করে দেখছে, তা শুদ্ধ সংস্কৃতির ধারাটিকে দিন দিন ক্ষত-বিক্ষত করে তুলছে। আমাদের সংস্কৃতিকর্মীরা এখন সংস্কৃতি বিমুখ হয়ে গেছে, বিরুদ্ধ শ্রোতে গা ভাসাচ্ছে। ফলে সুযোগ পেয়ে নিউইয়র্কের সাস্কৃতিকে র্দুবৃত্তরা মারাত্মকভাবে নিয়ন্ত্রণ করছে। যার জন্য আমাদের কমিউনিটিতে বিকৃতি, হিং¯্রতা এবং অপরাধের হার বেড়ে যাচ্ছে। যার জন্য নিউইয়র্কের যে কোন অনুষ্ঠানের মঞ্চ দখল করে নিচ্ছে ক্রেডিট কার্ড জ্বালিয়াতী, ঋণ খেলাপী,টাউট-বাটপার আর দুর্র্র্র্র্বৃত্তরা। জ্ঞানী-গুনিদের জায়গা হচ্ছে মঞ্চের পিছনের সারীতে অথবা দর্শকসারীতে, তারা ধীরে ধীরে সমাজে অপাংতেয় হয়ে পড়ছে।
অপসংস্কৃতি হচ্ছে মানবতা ও সৌন্দর্য বিবর্জিত একটি সংকীর্ণ পথ- যা কোনো জাতিকে তিলে তিলে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। অপসংস্কৃতি থেকে জন্ম নেয় উচ্ছৃঙ্খলতা আর আত্মকেন্দ্রিকতা। অপসংস্কৃতির কোনো মানবিক গুণাবলী নেই। এর পাকে পড়ে প্রবাসী নিউইয়র্কবাসীরা ক্রমশ হয়ে পড়ছে স্বার্থপর ও যান্ত্রিক। নিউইয়র্কের বাঙালি কমিউনিটি এতটাই অপরিণামদর্শী যে, তারা সাংস্কৃতির ঠিক উলটো দিকটাই গ্রহণ করছে এবং নিজেকে নিক্ষেপ করছে গভীর অন্ধকার অরণ্যে। যেখানে উন্নত সংস্কৃতির এক কানাকড়িও মূল্য নেই। অপসংস্কৃতি মানুষের মনের ভালোমন্দ বোধ ও সুকুমার বৃত্তিগুলোকে ধ্বংস করে তাকে ঠেলে দিচ্ছে বর্বরতার দিকে। যার জন্য ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, পারিবারিক বন্ধন, সামাজিক দায়বদ্ধতা ইত্যাদি ক্রমান্বয়ে বদলে যাচ্ছে। নিউইয়র্কের বাঙালিরা ক্রমশ একা হয়ে যাচ্ছে, একা মানুষ দুর্বল, নিঃসঙ্গ ও ভঙ্গুর। সবার মেরুদন্ড বাঁকা হয়ে যাচ্ছে।
নিউইয়র্কে সংস্কৃতির যে সংকট চলছে তা পাল্টানোর জন্য শুদ্ধ সংস্কৃতির সংগ্রাম চাই। তা ছাড়া কোন দিনই এ আঁধার ঘুচবে না।
অপসংস্কৃতি সব সময় মানুষকে নৈতিক অবক্ষয়ের পথে টেনেহিঁচড়ে নিয়ে চলে মধ্য যুগের পথে। নিউইয়র্কের সংস্কৃতিবানরা এই পরিস্থিতিকে একদিন রুখে দাঁড়াবে।