নিউইয়র্কে শিল্পকলা একাডেমি ইউএসএ’র যুগপূর্তি অনুষ্ঠান

সন্ধান২৪.কম: নানা আয়োজনের মধ্য দিয়ে শিল্পকলা একাডেমি ইউএসএ’র এক যুগ পূর্তি উৎসব হয়ে গেল।

গত ২৯ জুন সন্ধে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে যুগপূর্তি উপলক্ষে ১২ জন সংগীত শিল্পীকে ক্রেস প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শিল্পকলা একাডেমির সদস্যরা সমবেত ভাবে  বাংলাদেশের ও আমেরিকার জাতীয় সংগীত সাংগঠনিক সংগীত পরিবেশন  ও ৭১-এর মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নিরবতা পালন করা হয়।


সংগঠনের সভাপতি মনিকা রায় চৌধুরীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে শিল্পকলা একাডেমিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, প্রধান উপদেস্টা নাদিম আহম্মেদ, সংগঠনের উপদেস্টা হুসনে আরা বেগম ও জীবন চৌধুরী, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, মূলধারার রাজনীতিক ড. দীলিপ কে. নাথ, এসেম্বলী মেম্বর ষ্টেফেন রাগা, চিত্র নায়িকা সাহিনুর, মুক্তিযোদ্ধা মীর মশিউর ররহমান, রাজনীতিক জয় চৌধুরী, পৃষ্ঠপোষক নুরুল আমিন বাবু, জয় তুর্য চৌধুরী প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অমিত সাহা ও সঞ্চালনা করেন সহ-সভাপতি মিলন কুমার রায়।


নিউইয়র্কে সংগীতাঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য চন্দন চৌধুরী,শাহ মাহবুব, শিবলী সাদিক, চন্দ্রা রায়সহ ১২জন শিল্পীকে ক্রেষ্ট ও উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়।
সাংস্কৃতিক পর্বে অংশ গ্রহন করেন শাহীন হোসেন, শাহ মাহবুব, করিম হাওলাদার,তানভির শাহীন,চন্দ্রা রায়,মিলন কুমার রায়, কনিকা দাশ,মোহর খান,লিলিয়ান বটলেও,সুস্মিতা ,পায়েল, গোপাল কুমার রায়,রোজলিন বটলেও প্রমূখ।

Exit mobile version