নিউইয়র্কের প্রবাস জীবনে একটি ভয়াল রাত

প্রায় তিন যুগের নিউইয়র্কের প্রবাস জীবনে একটি ভয়াল রাত এলো কাল। কিন্তু আজ সকালে ঝকঝকে রোদ। প্রকৃতির লীলা। রাত এগারোটার পর কাজ শেষে পাশে সাবওয়ে জানা গেলো সব বন্ধ। আবার কাজের ক্ষেত্রে ফিরে শুরু করলাম উবার ও লিফট এর সার্ভিস।

সিস্টেম বারবার চেস্টা করলেও কোন ড্রাইভার পাওয়া গেলোনা। এর ভেতর লিফট ৪২ ডলার কেটে নিয়েছে আমার একাউন্ট থেকে। এমন ভয়াল রাতে হঠাৎ করে ফোন বেজে উঠলো। নিহার ভাইয়ের কল। কনা আপা এবং তাঁর বউ বাচ্চা সহ জরুরী কাজ শেষে বাসায় ফিরছিলেন।

তখন নাকি আপার মনে হলো ‘কিরনের অবস্থা কি হলো’। মহা বিপদের সময় যেন অলৌকিক ভাবে আমাকে উদ্ধার করলেন এবং নামিয়ে দিলেন তখন ঠিক মধ্যরাত। নিহার ভাইরা জ্যামাইকায় বাসায় পৌঁছাতে রাত আড়াইটা বেজে যায়।

আজ সকাল আমার ঘুম ভাংগলো টেলিফোনের আওয়াজে। কল করেছেন পরম শ্রদ্ধেয় সরকার কবীর উদ্দিন ভাইজান । তিনি দুশ্চিন্তায় ছিলেন আমাকে নিয়ে। আজকের দিনটি অনেক ভালো কাটুক সবার।

Exit mobile version