শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

নতুন করে তুষারপাত ও প্রচন্ড হাড় কাঁপানো শীতের সম্ভাবনা

সন্ধান২৪.কম:  গত রোববার ও সোমবারের ভয়াবহ তুষারপাত ও প্রচন্ড শীতের ধকল কাটতে না কাটতেই নিউইয়র্কের জনজীবনে আর একটি বিপর্যয় নেমে আসছে।

এবার  নিউইয়র্ক সিটিসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের দিকে দ্রুতগতিতে ধেয়ে আসছে একটি শক্তিশালী শীতকালীন ঝড় ‘বম্ব সাইক্লোন’।
এই ঝড়ের প্রভাবে আগামী শনিবার রাত থেকে রোববার পর্যন্ত নিউইয়র্কে নতুন করে তুষারপাত ও প্রচন্ড হাড় কাঁপানো শীতের সম্ভাবনা রয়েছে বলে অ‍্যাক্যু-এর আবহাওয়াবিদ জানিয়েছে ।

এই দূর্যোগের কারণে নিউইয়র্ক শহরের পূর্ব দিকে লং আইল্যান্ডে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সেখানে ৬ ইঞ্চি পর্যন্ত তুষারপাত এবং উত্তর ও দক্ষিণ ফর্ক এলাকায় হোয়াইটআউট ব্লিজার্ড পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।


আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, নিউইয়র্ক সিটিতে এই ঝড়ে অতিরিক্ত ২ থেকে ৩ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। এর আগেই গত রোববার ও সোমবারে শহরজুড়ে এক ফুটের বেশি তুষারপাত হওয়ায় এখনো অনেক এলাকা বরফে ঢেকে আছে।

আবহাওয়াবিদদের ভাষায়, ‘বম্ব সাইক্লোন’ বা ‘বম্বোজেনেসিস’ হলো এমন এক ধরনের ভয়ংকর শীতকালীন ঝড়, যা সাধারণত সমুদ্রের ওপর তৈরি হয়ে খুব দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। এই ঝড়ের সঙ্গে থাকবে দমকা হাওয়া, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে।

বর্তমানে নিউইয়র্কে তাপমাত্রা ১৪ থেকে ২৪ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকলেও, প্রবল বাতাসের কারণে অনুভূত তাপমাত্রা নেমে যেতে পারে এক অঙ্কের ঘরে, এমনকি কোথাও কোথাও শূন্যের নিচেও চলে যেতে পারে বলে সতর্ক করেছে অ‍্যাক্যু ওয়েদার ।

অ‍্যাক্যু-এর আবহাওয়াবিদ বলেন, “ঝড়ের গতিপথ যাই হোক না কেন, রোববার দিনটি হবে অত্যন্ত ঝোড়ো, বিশেষ করে নিউইয়র্ক সিটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে।”

তবে স্বস্তির বিষয় হলো, এই ঝড়টি গত সপ্তাহের ভয়াবহ তুষারঝড়ের মতো মারাত্মক নাও হতে পারে। নিউইয়র্ক সিটিতে রোববার পিচ্ছিল রাস্তার সমস্যা তৈরি হলেও বড় ধরনের যাতায়াত বিপর্যয়ের আশঙ্কা কম, যদি না ঝড়ের গতিপথ হঠাৎ পশ্চিম দিকে সরে যায়।

বম্ব সাইক্লোনটির প্রভাব দক্ষিণ ক্যারোলাইনা থেকে শুরু করে মেইন পর্যন্ত পুরো পূর্ব উপকূলে পড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী:বোস্টনে ৩–৬ ইঞ্চি তুষারপাত, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটন ডিসিতে ১–৩ ইঞ্চি, ভার্জিনিয়া ও নর্থ ক্যারোলিনার মধ্যাঞ্চলে ৬–১২ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে।

এই ঝড়টি এমন এক সময়ে আসছে, যখন দেশের বহু এলাকা এখনো শীতকালীন তুষারঝড়ের ক্ষয়ক্ষতি সামলাতে ব্যস্ত। ওই ঝড়ে নিউইয়র্কে এক ফুটের বেশি, বোস্টনে প্রায় ২৩ ইঞ্চি, আর ফিলাডেলফিয়ায় এক ফুটের কাছাকাছি তুষারপাত হয়েছিল।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, নিউইয়র্কে এই তীব্র শীত ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে যা জনস্বাস্থ্যের জন্য “অত্যন্ত ঝুঁকিপূর্ণ” বলে সতর্ক করা হয়েছে।

 

 

 

 

 

Exit mobile version