পাসপোর্টে নাম পরিবর্তন না করতে পারায় প্রবাসীরা চরম বিপাকে

সম্প্রতি পাসপোর্ট অফিসের প্রজ্ঞাপনে আইন করা হয়েছে যে, পাসপোর্টে তথ্য ভুল হলে পরিবর্তন করা যাবে না। এ আইনের কারণে হাজার হাজার প্রবাসীরা চরম বিপাকে পড়েছেন। বিদেশে আসার সময় সবার উদ্দেশ্য থাকে শুধু আসা, নাম বা বাবার নামসহ তথ্য যাই দিক না কেন দালালরা— এমনিতেও ভুল হয়ে থাকে। সংশোধন না করতে পারার কারণে বিশেষ করে ইউরোপে হাজার হাজার লোক বৈধ হতে পারছেন না । চরম বিপাকে ভুক্তভোগীরা।

পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে, পাসপোর্টে ভুল হলে সংশোধন করা যায় না। তাই যত তাড়াতাড়ি সম্ভব এ আইন বাতিল করে প্রবাসীদের পাসপোর্টের তথ্য ঠিক করে দেওয়া উচিত। আর তা না হলে প্রবাসীরা যেমন রয়েছে বিপাকে, দেশ হারাবে রেমিটেন্স। ইতোমধ্যেই বিভিন্ন দেশে প্রবাসীরা দূতাবাসের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বিষয়টি নিয়ে চিঠি লিখেছেন ও অবস্থান ধর্মঘট করেছেন।

Exit mobile version