বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর সুযোগ হারাল বাংলাদেশের মেয়েরা

সন্ধান২৪.কম : শনিবার সংযুক্ত আরব আমিরাতে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলাররা দারুণ ভিত গড়ে দিলেও ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডকে হারাতে পারল না বাংলাদেশ। ২১ রানে নিগার সুলতানার দল হেরেছে।

আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের দুর্দান্ত বোলিং প্রদর্শনীর সামনে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৮ রান তুলতে সমর্থ হয় ইংলিশরা। স্পিনার নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন এবং পেস বোলার রিতু মনি প্রত্যেকেই দুটি করে উইকেট নেন। একটি উইকেট নেন স্পিনার রাবেয়া খান। ইংল্যান্ডের ড্যানি উইয়াট-হজ সর্বোচ্চ ৪১ ও মাইয়া বুশিয়ার ২৩ রান করেন।

রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ৯৭ রান তুলতে সমমর্থ হয়। সোবহানা মোস্তারি ৪৮ বলে ৪৪ রান করেও দলকে জেতাতে পারেননি। এ নিয়ে টি-টোয়েন্টিতে চারবারের মুখোমুখিতে প্রতিবারই হারল বাংলাদেশ।

বৃহস্পতিবার পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারায় নিগাররা।

 

Exit mobile version