ব্যর্থ আন্দ্রে রাসেলের লড়াই, হারল কলকাতা

বল হাতে ইতিহাস গড়লেন আন্দ্রে রাসেল। ১ ওভারে নিলেন চার উইকেট। ব্যাট হাতেও ঝড় তুললেন। ২৫ বলে ১ চার আর ৬ ছক্কায় গড়া ৪৮ রানের ইনিংস খেললেন।

আন্দ্রে রাসেলে এমন অলরাউন্ডিং পারফরম্যান্সেও জিতল না কলকাতা নাইট রাইডার্স। ব্যর্থ হলো রাসেলের লড়াই।

আইপিএলে শনিবার কলকাতা নাইট রাইডার্সকে ৮ রানে হারিয়েছে গুজরাট টাইটান্স।

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে হার্দিক পান্ডিয়ার দল।

প্রথমে ব্যাট হাতে নেমে ১৯ ওভার খেলে ৫ উইকেটে ১৫১ রান তোলে গুজরাট। ২০তম ওভারটি করেন রাসেল। মাত্র ৫ রানে ৪ উইকেট নিলে তখন স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৫৬।

১৫৭ রানের তাড়ায় ব্যাট হাতে নেমে ১৬ রানেই ৩ ব্যাটারকে হারায় কলকাতা। স্যাম বিলিংস (৪), সুনিল নারিন (৫) আর নিতিশ রানা (২) রানে আউট হন।

অধিনায়ক শ্রেয়াস আইয়ার করেন ১৫ বলে ১২ রান। ৩৪ রান উঠতে চারজন হাওয়া নাইটদের।

রিংকু সিংয়ের ২৮ বলে ৩৫ রানের ইনিংসের পর ৯৮ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে কলকাতা।

এমন অবস্থায় ব্যাট হাতে নেমে টর্নেডো ঝড় বইয়ে দেন রাসেল।

রাসেলের দারুণ কয়েকটি শটের পর জয়ের আশা জেগে উঠে কেকেআর শিবিরে। শেষ ওভারে কলকাতার দরকার ছিল ১৮ রান। আলজেরি জোসেফের প্রথম বলে ছক্কা হাঁকান রাসেল।

কিন্তু দ্বিতীয় বলটি পুল করে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে লুকি ফার্গুসনের ক্যাচে পরিণত হন ক্যারিবীয় অলরাউন্ডার।

এরই সঙ্গে কলকাতার জয়ের স্বপ্নও স্তিমিত হয়ে যায়।

গুজরাটের পক্ষে দুটি করে উইকেট নেন রশিদ খান, ইয়াশ দয়াল আর মোহাম্মদ শামি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই শুভমান গিলকে (৫ বলে ৭) হারায় গুজরাট।

তবে দ্বিতীয় উইকেটে ঋদ্ধিমান সাহাকে নিয়ে ৫৬ বলে ৭৫ রানের জুটিতে বিপদ কাটিয়ে ওঠেন হার্দিক পান্ডিয়া।

২৫ বলে ২৫ করে আউট হন ঋদ্ধিমান। ২০ বলে ২৭ রান করে ১৭তম ওভারে ফেরেন ডেভিড মিলার।

৪৯ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৬৭ রান করেন গুজরাট অধিনায়ক হার্দিক। রানের খাতা খোলার আগেই বিদায় নেন রশিদ খান।

শেষদিকে রাহুল তেয়াতিয়ার ১২ বলে ১৭ রানে কোনোমতে দেড়শ পার করে গুজরাট। শেষ ওভারে এসে বল হাতে নিয়ে ৪ উইকেট শিকার করে গুটরাটের সংগ্রহ আর বাড়তে দেননি রাসেল।

তবে তাতে কোনো কাজ হলো না। শেষ হাসি ফুটল হার্দিকের মুখেই।

Exit mobile version