সন্ধান২৪.কম ঃ মোমেনা চৌধুরীর একক অভিনিত ‘লালজমিন’ নাটকের ৩২৯তম মঞ্চায়ন হচ্ছে আগামী ১৭ জুন শনিবার।
নিউইয়র্কে সূচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ’র উদ্যোগে সন্ধ্যা ৭টায় জ্যামাইকার ১৬১-৪, জ্যামাইকা এভিনিউয়ের জ্যাকেল মিলনায়তনে মঞ্চস্থ হবে।
সদ্য প্রয়াত নাট্যকার মান্নান হীরা রচিত এবং সুদীপ চক্রবর্তী নির্দেশিত ‘লালজমিন’ নাটকটিতে একক অভিনয় করবেন মোমেনা চৌধুরী।
প্রসঙ্গত ২০১১ সালের ১৯ মে নাটমন্ডলে ‘লালজমিন’ নাটকটি প্রথম মঞ্চায়ন হয়। সেই থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ও বিদেশের মাটিতে একের পর এক নাটকটির মঞ্চায়ন হয়ে আসছে। ‘লালজমিন’ নাটকের গল্প মুক্তিযুদ্ধের একটি খন্ড-চিত্রের বয়ান। মহান মুক্তিযুদ্ধে একজন কিশোরীর অংশগ্রহণ, গল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে যুদ্ধের ভয়াবহতা, মেয়েটির ত্যাগ- সবশেষে স্বাধীনতা অর্জন; দর্শকদের এক নতুন অভিজ্ঞতার সম্মুখে দাঁড় করিয়ে দেয় ‘লালজমিন’।
সবাইকে নাটক ‘লাল জমিন’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন খ্যাতিমান নাট্যশিল্পী মোমেনা চৌধুরী । বাংলাদেশের তুমুল আলোচিত নাটকটি দেখতে এছাড়াও আহŸান করেছেন নিউইয়র্কে সূচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ।
‘লালজমিন’ নাটক মঞ্চায়ন হচ্ছে ১৭ জুন জ্যামাইকায়
