এবার ভিলেন দিশা

আট বছরের অপেক্ষার পর ভিলেন ফিরছে। মোহিত সুরির নতুন সিনেমা ‘এক ভিলেন রিটার্নস’-এ কে নায়ক আর কে ভিলেন- এ নিয়ে যেমন জটিলতা আছে, তেমনি ধোঁয়াশা আছে দিশা পাটানির চরিত্রটি নিয়েও। সিনেমায় নায়ক দুজন- জন আব্রাহাম ও অর্জুন কাপুর। অ্যাকশন আর রোমাঞ্চে মোড়া সিনেমাটির ট্রেলারে তাদের উপস্থিতি রহস্যময়। কখনো নায়ক, আবার কখনো খলনায়ক হয়ে রোমান্সে-অ্যাকশনে মেতেছেন তারা। ‘এক ভিলেন রিটার্নস’-এ দিশা পাটানি আছেন রাশিকা চরিত্রে। পরিচালক মোহিত সুরি এ চরিত্র নিয়েই বেশি রহস্য বুনেছেন।

তবে সিনেমার ট্রেলারে দিশার রহস্যময় হাসিতে ইঙ্গিত পাওয়া গেছে, এতে ভিলেন চরিত্রে পাওয়া যাবে তাকে। কৌতূহল জিইয়ে রেখে ‘এমএস ধোনি’ তারকা বলেন, ‘এখনই আমার চরিত্রটির ব্যাপারে খোলাসা করতে পারব না। তবে এটুকু বলতে পারি, সিনেমায় আমি মধ্যবিত্ত মেয়ের চরিত্রে অভিনয় করেছি; সৌন্দর্যই যার আসল হাতিয়ার। এক কথায় সে মোটেও ভালো মেয়ে নয়।’ জানা গেছে, ছবির গল্প একজন সিরিয়াল কিলারকে নিয়ে; যে ১৮ জন মেয়েকে নৃশংসভাবে খুন করেছে। তাকে পরাস্ত করার কাহিনিই দেখা যাবে পুরো সিনেমায়। আগামী ২৯ জুলাই মুক্তি পাচ্ছে ‘এক ভিলেন রিটার্নস’।

Exit mobile version