ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর সময়সূচি । কোন কোন দল পেল

সন্ধান২৪.কম : ২০২৩ বিশ্বকাপের জন্য বিসিসিআই মোট ১২টি স্টেডিয়ামের তালিকা তৈরি করেছে। তালিকায় অন্তর্ভুক্ত ভেন্যু গুলি হল আমেদাবাদ, দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই, কলকাতা, গুয়াহাটি, রাজকোট, ধর্মশালা, মুম্বাই, লখনউ, হায়দ্রাবাদ ও ইন্দোর। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে আমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে।ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সময়সূচী।

২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপটি শুরু হতে চলেছে ৫ অক্টোবর এবং ফাইনাল হবে ১৯ নভেম্বর। ৪৬ দিন ধরে চলবে এই বিশ্বকাপের আসর । ২০১৯ সালের মতো দশটি দল অংশ নেবে এই বিশ্বকাপে, প্রতিটি দলের সঙ্গে প্রতিটি দলের একটি করে ম্যাচ খেলা হবে।

আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ অনুসারে এখনও পর্যন্ত মোট সাতটি দল চূড়ান্ত করা হয়েছে। যেগুলি হল ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান। তিনটি নকআউট ম্যাচসহ মোট ৪৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে ।

Exit mobile version