ঢাকায় জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ

সন্ধান২৪.কমঃ বাংলাদেশে সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করার প্রতিবাদে নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও  প্রবাসী ঐক্য পরিষদ গ্লোবাল এন আর বি‘র যৌথ আয়োজনে গত ১৮ অক্টোবর সন্ধায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আন্দোলনে পুলিশের বিনা উসকানিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তরা বলেন, জুলাই যোদ্ধাদের ওপর রক্তাক্ত হামলা চালানো মানে জুলাই স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

তারা আরও বলে, নতুন বাংলাদেশ গঠনের এই সন্ধিক্ষণে জনগণ গণতান্ত্রিক সংস্কৃতি ও সহনশীলতা প্রত্যাশা করেছিল। অথচ সেনা ও পুলিশ সদস্যদের মব-হামলা ফ্যাসিবাদের অন্ধকার দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে।

সমাবেশ থেকে একইসঙ্গে এই হামলার সাথে জড়িত পুলিশ সদস্য এবং তাদের নির্দেশদাতাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য  দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন রওশন আরা হক, ফজলুর রহমানসহ দুই সংগঠনের নেতারা।

রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউতে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত সংঘর্ষের এই ঘটনা ঘটে। এ সময় পুলিশ আন্দোলনকারী জুলাই যোদ্ধাদের ওপর সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে। সেই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর লাঠিপেটায় অর্ধশতাধিক জুলাই যোদ্ধা আহত হয়েছেন।

 

 

 

 

Exit mobile version