সন্ধান২৪.কম: ফুলেল শ্রদ্ধায়, আলোচনায় প্রগতিশীল ও ভাষা আন্দোলনের তিন বিশিষ্ট ব্যক্তিত্ব ডা.ওয়ালেদ চৌধুরী, অধ্যাপক মতলুব আলী এবং ভাষাসংগ্রামী আহমদ রফিককের স্মরণসভা হলো নিউইয়র্কে।
গত ৩০ নভেম্বর বরিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এই স্মরণ সভার আয়োজন করে পৃথক ভাবে মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং একুশে চেতনা পরিষদ, যুক্তরাষ্ট্র।
প্রথম পর্বে প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে “মুক্তিযুদ্ধের বাংলাদেশ”-এর উদ্যোগে ডা. ওয়ালেদ চৌধুরী ও অধ্যাপক মতলুব আলীর স্মরণ করা হয় ।

দ্বিতীয় পর্বে নাট্য ব্যক্তিত্ব রেখা আহমেদের সভাপতিত্বে “একুশে চেতনা পরিষদ” ভাষাসংগ্রামী, গবেষক, লেখক এবং সাংস্কৃতিক মুক্তির অগ্রগণ্য ব্যক্তিত্ব আহমদ রফিককে স্মরণ করা হয়।
স্মরণসভায় আলোচনা ও শ্রদ্ধা নিবেদন করেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সউদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, একুশে চেতনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দুল্লা মামুন, সাংস্কৃতিক সংগঠক সাগর লোহানী, অধ্যাপিকা হোসনে আরা বেগম, মাহফুজ আলী টুকু, সাবেক ছাত্রনেতা মুজাহিদ আনসারি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্ল্যারা রোজারিও, সহ-সভাপতি বাবুল আচার্য্য ও সাধারণ সম্পাদক কল্লোল দাশ, প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, আলীম উদ্দীন, উদীচী জ্যামাইকা শাখার সভাপতি আশীষ রায়, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুলেখা পাল, রেহান আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবিনা হাই উর্বী ,তাহমিনা শহীদ, স্নিগ্ধা আচার্য্য প্রমুখ।
বক্তারা বলেন, তিনজন আলোকিত ব্যক্তিত্ব ছিলেন তিন ভিন্ন ক্ষেত্রের অমূল্য সম্পদ—সংস্কৃতি, শিক্ষা ও ভাষা আন্দোলনের ইতিহাসে যাঁদের অবদান চিরস্মরণীয়। তাঁদের প্রয়াণ প্রবাসী বাংলাদেশি সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
সভায় তাঁদের স্মরণে নীরবতা পালন ও শ্রদ্ধা নিবেদন করা হয়।