সন্ধান২৪.কম: নিউইয়র্কের জ্যামাইকার ১৬১ ষ্ট্রীটে এক বাংলাদেশির বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। ফায়ারের সিঁড়ি দিয়ে উপর থেকে নেমে জানালা দিয়ে বাসায় ঢুকে চুরি করে আবার একই পথে তারা পালিয়ে যায়। চুরির সময় তিন তলার বাসায় কেউ ছিলেন না। জ্যামাইকার এই ফ্ল্যাট বাসায় অনেকদিন ধরেই তারা বসবাস করছেন। ঘটনার দিন পরিবারের সবাই এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন বলে জানালেন বাসার মালিক মোহাম্মদ গোলাম মোস্তফা গোলাপ। তিনি জানান, দীর্ঘদিন আমেরিকায় আছেন কিন্তু এমন ঘটনা আগে আর কখনো ঘটেনি। কিছুদিন ধরে ভবনের আশপাশে মাদক সেবিদের উৎপাত দেখা গেছে। কে কখন বাসা থেকে বের হয়ে যান তা তারা নিশ্চিত হয়েই বাসায় ঢুকে চুরি করে পালিয়ে যায়। সংঘবদ্ধ চোরের দল এমনটা করতে পারে বলে তাদের ধারণা।
গোলাম মোস্তফা জানান, বাসা থেকে নগদ প্রায় ৬ হাজার ডলার, হেড ফোনসহ মূল্যবান সামগ্রি চুরি হয়েছে। মোহাম্মদ গোলাম মোস্তফা ফেডারেল জব করেন। রাতে বাসায় ফিরে দেখতে পান ঘরের কাপড় চোপড় এলোমেলো। আলমিরা খোলা। চোর কিভাবে বাসায় ঢুকেছে তা বুঝতেই সময় লেগেছে। কারণ দরজা স্বাভাবিকভাবে বন্ধ ছিল। বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সর্বশেষ অপরাধিকে ধরতে পুলিশী অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।