নিউইয়র্কে দিদারুল ইসলামের স্মরণে বাংলাদেশ সোসাইটির শোক সভা

সন্ধান২৪.কম:
বাংলাদেশ সোসাইটির আয়োজনে শোক সভায় প্রয়াত ডিটেকটিভ দিদারুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানালো নিউইয়র্কের সর্বস্তরের মানুষ।
গত ৬ আগষ্ট সন্ধায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় দিদারুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,মোমবাতি প্রজ্জ্বলন,দোয়া মাহফিল,আলোচনার কর্মসূচী রাখা হয়।


অনুষ্ঠানে দিদারুলের পিতা, দুই শিশু সন্তান, ভাই, নিউইর্য়কের পুলিশ বিভাগের সদস্য, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম স্মরণ সভায় সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। আলোচনায় অংশ গ্রহন করেন, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান শাহনেওয়াজ, দিদারুলের বাবা ও ভাই হাসান, পুলিশ অফিসার ক্যাপ্টেন আব্বাস, ডেপুটি পুলিশ অফিসার ওয়াহিদুল আক্তার, ইনস্পেটর খন্দকার আব্দুল্লাহ, বাপা’র সভাপতি সিদ্দিকী, এটর্নী মঈন চৌধুরী, সোসাইটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান প্রমূখ।

 
স্মরণ সভায় আলোচনার সময় পুলিশ কর্মকর্তারা বলেন, নিউইয়র্কের ৩৫ হাজার পুলিশ দিদারুল ইসলামকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তারা বলেন, দিদারুল আমাদের ভাই,তার দুই সন্তান আমাদের সন্তান।


তারা আরও বলেন, দিদারুল তার উপর অপির্ত কর্তব্য অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। প্রকৃত অর্থে তিনি আমাদের পুলিশ বিভাগের হিরো।
অন্যন্য বক্তরা বলেন, যুক্তরাষ্ট্রে দিদারুলের অবদান বাঙালি জাতির মাথা উঁচু করেছে। তিনি আমাদের আদর্শের প্রতীক হিসেবে বেঁচে থাকবেন। আমরা কোন দিন তাকে ভুলতে পারবো না।


অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কাজী আব্দুল কায়্যুম। সব শেষে দদারুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,মোমবাতি প্রজ্জ্বলন করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সর্বস্তরের মানুষ।

Exit mobile version