নিউইয়র্কে দু’দিনব্যাপী মুনীর চৌধুরী নাট্যসন্ধ্যা

বাংলা থিয়েটার ও শিল্পাঙ্গনের নাট্য উৎসব

সন্ধান২৪.কম:  শহীদ মুনীর চৌধুরীকে সশ্রদ্ধ স্মরণের মধ্য দিয়ে বাংলা থিয়েটার ও শিল্পাঙ্গন যৌথভাবে উদযাপন করেছে মুনীর চৌধুরী নাট্যসন্ধ্যা। মুনীর চৌধুরীর নাটক নিয়ে এ ধরনের নাট্য উৎসবের আয়োজন নিউইয়র্কে এই প্রথম। গত ১১ ও ১২ মে জ্যামাইকা নাট্যমঞ্চে আয়োজিত এই নাট্য উৎসবে মঞ্চস্থ হয় মুনীর চৌধুরীর ‘জমা খরচ ইজা’, ‘মুখরা রমনী বশীকরণ’ ও ‘মিলিটারি’। দুদিনের এই উৎসবের বিশেষত্ব ছিল দর্শণীর বিনিময়ে নাট্য প্রদর্শনী। দুই দিনই দর্শক সমাগম ছিল উল্লেখযোগ্য।


ব্রিটিশ নাট্যকার ইলিয়ট ক্রশে-উইলিয়ামস নাটক ‘ই এন্ড ই’র রূপান্তর মুনীর চৌধুরীর ‘জমা খরচ ইজা’ বাংলাদেশের মঞ্চে ও টেলিভিশনে বহুল অভিনীত। নাটকটির মূল নাট্য ভাবনাকে সমুন্নত রেখে একে নিউইয়র্কের প্রেক্ষাপটে নব নাট্যরূপ দিয়েছেন নজরুল ইসলাম। নিউইয়র্কের দর্শকরা প্রতিটি দৃশ্যে বিপুল করতালিতে অভিনন্দিত করেছেন নাটকের শিল্পীদের। নজরুল ইসলাম নির্দেশিত এ নাটকের অভিনয়ে নজরুল ইসলাম ছাড়াও ছিলেন শফিউল আলম, সুলতানা খান, শাহরুখ তাসনিম, সোনিয়া, পান্না, আহসানউল্লাহ ও শেখ তানভীর।


দ্বিতীয় পর্বে ছিল শেক্সপিয়ারের ‘টেমিং অব শ্রু’ থেকে মুনীর চৌধুরী অনুদিত ‘মুখরা রমনী বশীকরণের’ অংশ বিশেষ। এই অংশে অভিনয়ে ছিলেন শিরীন বকুল ও কামাল মোহাম্মদ। দুই কৃতী শিল্পী তাদের অভিনয়ে মাতিয়ে দিয়েছিলেন দর্শকদের।
সবশেষে ছিল ‘মিলিটারি’। মুজিব বিন হকের তত্ত¡বধানে ও আনোয়ার সেলিমের নির্দেশনায় এ নাটকে অভিনয় করেন শফিউল আলম, আনোয়ার সেলিম, লিটন ফিলিপস, মেহজাবীন মেহা ও রাইওসী বিশ্বাস।
অধিকাংশই নতুন শিল্পীদের নিয়ে শিল্পাঙ্গন ও বাংলা থিয়েটারের এই নাট্য প্রয়াস দর্শক মহলের প্রশংসা অর্জন করেছে।

 

 

 

 

Exit mobile version