সন্ধান২৪.কমঃ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে এবার নিউইয়র্কে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, আঞ্চলিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
অনুষ্ঠানগুলোতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, আলোক শোভাযাত্রা, আলোচনা, প্রদীপ প্রজ্জ্বলণ, শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।

‘হৃদয়ে বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটের্যান্স ১৯৭১,ইউএসএ’ আগামী ২০ ডিসেম্বর বিকেল ৫টায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে বিজয় দিবসের আয়োজন করেছে- জানিয়েছেন সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন।
১৩ ডিসেম্বর রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ‘শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫’ শীর্ষক এক অনুষ্ঠানে নানা কর্মসূচী গ্রহন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা। জোটের আহ্বায়ক মিথুন আহমেদ সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন।
আগামী ১৬ ডিসেম্বর বিকেল ৫টায় ‘বাংলাদেশ সোসাইটি’ এলমহার্স্টে ৮৬-২৪ হুইটনি এভিনিউতে তাদের নিজস্ব কার্যালয়ে বিজয় দিবস উদযাপন করবে বলে জানান সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
আগামী ২৮ ডিসেম্বর,বিকেলে জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছে প্রগ্রেসিভ ফোরাম ইউ এস এ। এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন সংগঠনের সভাপতি হাফিজুল হক ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু।
আগামী ১৬ ডিসেম্বর দুপুর থেকে রাত পর্যন্ত ‘বিজয়ের গান,বিজয়ের উল্লাস’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশ, ( জেবিএ)। জ্যামাইকার ষ্টার কাবাবে তাদের অনুষ্ঠান হবে।
সম্মিলিত ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি ১৬ ডিসেম্বর বিকেল থেকে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে মহান বিজয় দিবস উদযাপন করবে। এ উপলক্ষে শামীম আহমদকে আহবায়ক, ফরিদা ইয়াসমিনকে প্রধান সমন্বয়কারী ও পল্লব সরকারকে সদস্য সচিব করে বিজয় দিবস উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন ( বাপা ) হিন্দু অফিসার্স সোসাইটি এবং লোকাল ১১৮২ বিজয় দিবস ও দিওয়ালীর আয়োজন করেছে। সন্ধে ৬টায় ফ্লাসিংয়ের ১৩০-৩০ ২৮ এভিনিউয়ের পুলিশ একাডেমীতে তাদের অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি রাজেশ শর্মা ও সাধারণ সম্পাদক রাজিব ঘোষ।
‘হৃদয়ে বাংলাদেশ’ বিজয় উৎসব ও শোভাযাত্রার আয়োজন করেছে ব্রঙ্কসের ১৮৯১ এমসিক্রো এভিনিউয়ের চার্চে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন অনুষ্ঠানের আহ্বায়ক সুরাইয়া আলম লাকী ও সদস্য সচিব আল-মামুন সরকার। ২০ ডিসেম্বর বিকেল তিনটায় অনুষ্ঠান শুরু হবে।
মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা আগামী ১৬ ডিসেম্বর বিকেলে জ্যামাইকার ১৬৭-২০ হিলসাইডে বিজয় দিবসের আয়োজন করেছে বলে জানান সংগঠনের সভাপতি মোঃ জিকরুল আমিন ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ মিয়া।
ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশ ১৫ ডিসেম্বর বিকেল ৫টায় ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে তাদের বিজয় দিবসের অনুষ্ঠান করবে বলে জানান অনুষ্ঠানের আহ্বায়ক মোত্তাসিম বিল্লাহ তুষার ও সদস্য সচিব রেজা আব্দুল্লাহ।