সন্ধান২৪.কম: নিউইয়র্কে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান,বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, আলোচনা, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একাত্তরের প্রহরী :
গত ১৬ ডিসেম্বর ‘একাত্তরের প্রহরী’ বিজয় দিবস উদযাপন করে । শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭১ সালে স্বাধীনতা যু্দ্ধের মুক্তিযোদ্ধাদের অবিস্মরণীয় অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এর পর সংগীত শিল্পীরা সমবেত কন্ঠে পরিবেশন করেন “মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান।”
নিউইয়র্কের উডসাইডে সন্ধায় এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য মিনহাজ আহমেদ শাম্মু ।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরু বাঙালি, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম , বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, স্বীকৃতি বড়ুয়া , ফকির ইলিয়াস, জাকারিয়া চৌধুরী প্রমুখ।
সাংস্কৃতিক পর্বে অংশ গ্রহন করেন হাসান আল আব্দুল্লাহ, অমৃতা সিংহ, স্বাধীন মজুমদার , তাহমিনা রহমান লাইজু , সাবিহা সালাম , শুক্লা রায়, চৌধুরী ঝর্ণা প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শামীম আল আমিন।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ঃ
গত ১৬ ডিসেম্বর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক এর যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশী শিক্ষার্থী ও কমিউনিটি সদস্যসহ বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী তাঁর বক্তব্যের শুরুতে ১৯৭১ সালে স্বাধীনতা যু্দ্ধের মুক্তিযোদ্ধাদের অবিস্মরণীয় অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক।
অনুষ্ঠানে ৭১-এর সকল শহিদ, শহিদ বুদ্ধিজীবী, শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে কমিউনিটির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রেস বিজ্ঞপ্তি
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এই দিনে ৩০ লাখ শহীদের রক্ত এবং কয়েক লাখ নারীর ত্যাগের বিনিময়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয়।
এদিনের আয়োজনগুলোতে মুক্তিযুদ্ধের চেতনা এবং শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।