`বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬’ কমিটির আহবায়ক তাজুল সদস্য সচিব স্বীকৃতি

নিউইয়র্ক : বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ সালের সালের কমিটির আহবায়ক সঙ্গীত ও চিত্রশিল্পী, মুক্তিযোদ্ধা তাজুল ইমামকে এবং সদস্য সচিব ঘোষণা করা হয়েছে স্বীকৃতি বড়ুয়াকে।

গত ২৮ আগস্ট, রাত ৯টায়, আয়োজক সংগঠন ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন’ এর সভাপতি, মুক্তিযোদ্ধা ড. নুরুন নবীর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভায় এ কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।

ড. নুরুন নবী বলেন, ২০২৫ সালের তুলনায় ব‍্যাপক ও বৈচিত্রময় পরিসরে ২০২৬ সালের সালের বইমেলা অনুষ্ঠিত হবে এবং আন্তর্জাতিক খ‍্যাতি সম্পন্ন লেখক ও সাংস্কৃতিক ব‍্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হবে। তিনি জানান, আয়োজক কমিটির আহবায়ক ও সদস‍্য সচিব কার্যকরী কমিটির সঙ্গে সমন্বয় করে অচিরেই বইমেলার স্থান, তারিখ এবং বইমেলা বাস্তবায়ন কমিটি অল্প কিছুদিনের মধ‍্যেই ঘোষণা করবেন। আসলাম আহমাদ খান প্রচার সম্পাদক একাত্তরের প্রহরী ফাউন্ডেশন।প্রেস বিজ্ঞপ্তি।

 

Exit mobile version