যুক্তরাজ্যে বাংলাদেশির বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

সন্ধান২৪.কম: যুক্তরাজ্যে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক বাংলাদেশির বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম হাবিবুর মাসুম। আর তাঁর স্ত্রীর নাম শিউলী বেগম। গত শনিবার দুপুরে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ব্রাডফোর্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাবিবুরের ভাইকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দিন বান্ধবী ও পাঁচ মাস বয়সী সন্তানকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে বের হয়েছিলেন শিউলী। এ সময় হাবিবুর মাসুম একটি দোকানের সামনে শিউলীর ঘাড়ে ‘চার থেকে পাঁচবার’ ছুরিকাঘাত করে পালিয়ে যান। তবে শিশুটির কোনো ক্ষতি হয়নি।

দোকানের মালিক জিও খান (৬৯) বলেন, তিনি শিউলীকে বাঁচানোর চেষ্টা করেন। শিউলী তাঁর দোকানের নিয়মিত ক্রেতা ছিলেন।

জিও খান বলেন, ‘আমি শনিবার কাজ করছিলাম। হঠাৎ চিৎকার শুনে দোকান থেকে দৌড়ে বেরিয়ে আসি। এসে দেখি ভদ্রমহিলা ফুটপাতে মুখ থুবড়ে পড়ে আছেন। পাশেই একটি চেয়ারে তাঁর পাঁচ মাসের শিশু। তাঁর (শিউলী) অনেক রক্তক্ষরণ ​​হচ্ছিল। আমি তাঁর পালস (নাড়ি) পরীক্ষা করেছিলাম, কিন্তু সেটি কাজ করছিল না। আমি তাঁর ঘাড়ে ছুরির ক্ষত দেখে সিপিআর করার চেষ্টা করেছি।’

এ সময় একজন চিকিৎসক গাড়িতে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। তিনিও সাহায্য করতে এগিয়ে আসেন। এরপর পুলিশ ও অ্যাম্বুলেন্সের কর্মীরা শিউলীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 

Exit mobile version