শত কোটি বাজেটের ‘দিন দ্য ডে’ সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন তারকা দম্পতি অনন্ত জলিল-বর্ষা। সিনেমার বাইরেও বিভিন্ন বিষয়ে আলোচনায় থাকেন তারা। তার মধ্যে একটি অনন্তকে ‘স্যার’ সম্বোধন করা।
এ প্রসঙ্গে বর্ষা আরটিভি নিউজকে জানান, ‘মানুষ যখন অনন্ত জলিলকে নিয়ে কথা বলে তখন কেন স্যার বলে ডাকে? বর্ষাকে নিয়ে যখন কথা বলে, তখন কেন ম্যাম বলে? আসলে এটা নির্ভর করে পার্সন টু পার্সন। আমার পার্সোনালিটি, আমার ওয়েটটা কেমন, একজন মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা কতটুকু সেটার ওপর নির্ভর করে।’
তিনি আরও বলেন, ‘আমি যখন ঐশ্বরিয়ার সঙ্গে কথা বলেছি, তখন তাকে ম্যাম বলে সম্বোধন করেছি। অভিষেককে স্যার। আবার যখন উর্বশী রাউতেলার সঙ্গে কথা বলেছি, ‘হাই উর্বশী, হাউ আর ইউ?’ কারণ, আমার কাছে মনে হয়েছে, ঐশ্বরিয়াকে ম্যাম বলা উচিত। উর্বশী তো আমার বয়সী, তার সঙ্গে আমি বন্ধুত্বপূর্ণ আচরণ করতেই পারি।’
বর্ষার ভাষ্য, ‘আমি মনে করি, মানুষের ভদ্রতা থেকে মানুষ একটা কথা বলে। আমাকে ম্যাম বললে আপনি ছোট হয়ে যাবেন, কিংবা আমি বড় হয়ে যাব বিষয়টা এমন না।’