অস্কারের রেকর্ড ভাঙ্গলো ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস

কে দেয়,কে নেয় আর পদক কে নির্বাচন করে?

সন্ধান২৪.কম: অস্কার পুরস্কার দেয়া হয় মোট ২৪ টি ক্যাটাগরিতে। আর এবার নিউ ইয়র্কে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস পেয়েছেন ২৭ জন শিল্পী-কলাকুশলী। তার মানে, অস্কারের চেয়েও ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস পদক প্রদানের দিক থেকে ৩ কাঠি উপরে। যতই দিন যাচ্ছে অ্যাওযার্ডের সংখ্যাও তত বাড়ছে। দিন দিন এভাবে পদক সংখ্যা বৃদ্ধি পেলে অচিরেই তা শতকের ঘরে পৌঁছে যাবে এবং গ্রিনিচ বুকে স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে।

মাঝে মাঝে এই আয়োজন নিয়ে নানা রকম প্রশ্নও উঠেছে। অনেক ফাঁক-ফোকড় ও গোঁজা মিলের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয় বলে অনেকের মুখে শোনা যায়।তার মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে-এই অ্যাওয়ার্ডস কে দেয় ? আর কে নেয় ? পদকপ্রাপ্তদের নির্বাচন করে কারা?
অনুষ্ঠানের আগে সংবাদ সম্মেলনে বলা হয়-‘বাংলার সংস্কৃতি’কে তুলে ধরতে এই আয়োজন। কিন্ত অনুষ্ঠানে যে ধরনের নাচ-গান পরিবেশন করা হয়,তাতে করে এক প্রকার বাংলার ঐহিত্য-সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করা হয়।
বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য যাদেরকে পদক দেয়া হয় তাদেরকে বিচারকমন্ডলীর একটি প্যানেল নির্বাচিত করেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হলেও একটিবারের জন্য বিচারকদের নাম ঘোষণা করা হয় না। পদক অর্র্জনকারীদের নাম আলমগীর খান আলম নিজেই নিদ্ধর্াারণ করেন বলে অনেকের ধারণা। কারণ হিসেবে জানা যায়, কিছু প্রবাসী অতিথির কাছ থেকে পদক দেয়া বাবদ কিছু অর্থ নেয়া হয়। আবার যে অতিথিরা ( প্রবাসী) পদক প্রদান করেন, তাদের কাছ থেকেও অর্থ নেয়া হয়। এবং অর্থের পরিমান নির্দ্ধারণ হয়, কে কাকে দিচ্ছেন বা নিচ্ছেন। গুরত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে অ্যাওয়ার্ডস দিলে বা নিলে অনুদান বেশী দিতে হয় বলে বাজারে গুজব আছে।
যে বিষয়ে নুন্যতম যোগ্যতা নেই এমন অনেক অযোগ্য ব্যক্তিকেও পদক দেয়ার অভিযোগ আছে। একজন দর্শক অভিযোগ করে বলেন, নিউইয়র্কেও কমিউনিটিকে বিভিন্ন ভাবে যে বা যারা কুলষিত করেছে,তাদেরকেও এই অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়।
ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আগে টিকেট বিক্রীর কৌশল হিসেবে অনেক তারকার অংশ নেওয়ার কথা ঘোষণা করলেও অনেক সময় দেখা যায় অনেকে অনুষ্ঠানে আসেন না। এ নিয়েও দশর্ক-শ্রোতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তি নির্বাচন বেশ প্রশংসাযোগ্য। সমাজে তাদের গ্রহণযোগ্যতাও রয়েছে।
একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলেন, যদি সঠিক ভাবে বিচার করে যোগ্যব্যক্তিদের পদক দেয়া হতো তবে আলমগীর খান আলমের এই আয়োজন নি:সন্দেহে অভিনন্দন যোগ্য হতো। এটি দুইবাংলার বাহিরে একটি নান্দনিক ও উচ্চমাত্রার অনুষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করতো।
গত শনিবার (১৮ জানুয়ারি) ২৪তম ঢালিউড অ্যাওয়ার্ডসের আসর বসে নিউইয়র্কের কুইন্স থিয়েটারের মিলনায়তনে। শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম ২৭ জন অ্যাওয়ার্ডস প্রাপ্ত শিল্পী-কলাকুশলীর নাম ঘোষনা করেন।

 

 

 

Exit mobile version