আটলান্টিক সিটিতে বিএএসজের খাদ্য ও গিফট কার্ড সহায়তা

সুব্রত চৌধুরী- 

  নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ফুড ব্যাংক কার্যক্রমের আওতায় “খাদ্য ও গিফট কার্ড” সহায়তা প্রদান করা হয়েছে। ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে “কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি”।
গত ১৮ এপ্রিল, বৃহস্পতিবার ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত  বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ‘ফুড ব্যাংক’ এর কার্যক্রম চলে।
‘ফুড ব্যাংক’ কার্যক্রম এর আওতায়  শাকসব্জি, ফল, টিনজাত খাবার সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী ও
পঞ্চাশ ডলার মূল্যমানের গিফট কার্ড  বিতরন করা হয়।
আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক  লোকজন এই ‘ফুড ব্যাংক’ কার্যক্রমে অংশ নেয়। কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াসউদদীন পাঠান, মনিরুজামান মনির, বেলাল হোসেন, বেলালউদদীন,আব্দুর রহিম,আবু নসর, রওশনউদদীন, মোঃ নাসির প্রমুখের সার্বিক সহযোগিতায় ফুড ব্যাংকের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়কালে এই ফুড ব্যাংকের কার্যক্রম কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে।

সুব্রত চৌধুরী- 

  নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ফুড ব্যাংক কার্যক্রমের আওতায় “খাদ্য ও গিফট কার্ড” সহায়তা প্রদান করা হয়েছে। ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে “কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি”।
গত ১৮ এপ্রিল, বৃহস্পতিবার ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত  বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ‘ফুড ব্যাংক’ এর কার্যক্রম চলে।
‘ফুড ব্যাংক’ কার্যক্রম এর আওতায়  শাকসব্জি, ফল, টিনজাত খাবার সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী ও
পঞ্চাশ ডলার মূল্যমানের গিফট কার্ড  বিতরন করা হয়।
আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক  লোকজন এই ‘ফুড ব্যাংক’ কার্যক্রমে অংশ নেয়। কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াসউদদীন পাঠান, মনিরুজামান মনির, বেলাল হোসেন, বেলালউদদীন,আব্দুর রহিম,আবু নসর, রওশনউদদীন, মোঃ নাসির প্রমুখের সার্বিক সহযোগিতায় ফুড ব্যাংকের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়কালে এই ফুড ব্যাংকের কার্যক্রম কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে।

Exit mobile version