আমরা অনেক সন্তানের বাবা-হতে চাই: রণবীর

বিয়ের বছরই সন্তান।সমালোচকরা নানা কটূক্তি করলেও উত্তেজনার শেষ নেই রণবীর-আলিয়ার। সন্তান কখন পৃথিবীর আলো দেখবে সেই আশায় মুখিয়ে আছেন তারা।

পিতৃত্ব নিয়ে মিডিয়ার বহু প্রশ্নের মুখে পড়তে হবে, তাই আগেভাগেই রণবীরকে প্রস্তুত করে রেখেছেন আলিয়া।সে কারণে সন্তান আসার খবরের পর রণবীরকে খুব একটা বিব্রতকর অবস্থায় পড়তে হয়নি।

মা হতে চলার খবর গত মাসের শেষে ফাঁস করেছেন আলিয়া। রোববার ভোররাতে ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং সেরে দেশে ফিরেছেন অভিনেত্রী। অন্যদিকে গত কয়েক সপ্তাহ ধরে মুম্বইয়ে এক নাগাড়ে ‘শামশেরা’র প্রচার সারছেন রণবীর।

দূরে থাকলেও বরকে চোখে চোখে রাখতে ভুল করেননি আলিয়া। প্রমোশনের সময় পিতৃত্ব নিয়ে প্রশ্নে যাতে নাজেহাল না হন রণবীর, তাই স্বামীর ইন্টারভিউ নিয়েছেন আলিয়া স্বয়ং।

রণবীর এক সাক্ষাৎকারে ফাঁস করেছেন সেই তথ্য। ‘আমি জানি, যে আমাকে ফাদারহুড নিয়ে অনেক প্রশ্ন করা হবে শামশেরার প্রচার চলাকালীন, তাই আলিয়ার সঙ্গে আমির রিহার্সাল করে এসেছি। আলিয়া জিজ্ঞাসা করছিল, ‘রণবীর, তুমি এবার বাবা হতে চলেছো, কী বলতে চাও?’ তবে ওগুলো শুধু কথার কথা। আমি অন্তর থেকে কতটা খুশি সেটা বলে বোঝাতে পারব না। আমি খুশি, উত্তেজিত, এবং খুব নার্ভাস, আমি ভয়ে সিঁটিয়ে আছি বলতে পারেন, তবে আমি সত্যিই কৃতজ্ঞ’।

রোববার সকালে মুম্বাই এয়ারপোর্টে বউকে রিসিভ করতে পৌঁছেছিলেন রণবীর। এয়ারপোর্টে ‘রালিয়া’র রোম্যান্টিক রি-ইউনিয়ানের ছবির হু হু করে ভাইরাল। শনিবারই এক সাক্ষাৎকারে রণবীর জানান, ‘আলিয়া আর আমি সবসময়ই বাবা-মা হতে চেয়েছি। আমাদের দেখা হওয়ার পর থেকেই সন্তান নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। আমরা অনেক সন্তানের বাবা-হতে চাই, যতগুলো সম্ভব। আমি ওকে আজ রাতে আনতে যাচ্ছি (এয়ারপোর্টে)। দু-মাস পর আমাদের দেখা হবে। অনেক প্ল্যানিং করা বাকি। ফোনে রোজ কথা হত, প্ল্য়ানিং চলত, ভবিষ্যতের কথা হতো। আমি খুব উত্তেজিত’।

গত ১৪ এপ্রিল মুম্বাইয়ে রণবীরের বাড়ির বারান্দাতেই বিয়ের পর্ব সেরে ফেলেন জুটি। এর আগে কয়েক বছর চুটিয়ে প্রেম করেন তারা। ২০১৭ সালে ব্রহ্মাস্ত্রের সেটেই একে অপরের প্রেমে পড়েন রণবীর-আলিয়া।

পরের বছর সোনম কাপুরের বিয়ের রিসেপশনে এই সম্পর্কে শিলমোহর দিয়েছিলেন তারা।বর্তমানে সন্তানের অপেক্ষায় তারা।

Exit mobile version