আলমগীর খান আলম আজ সুুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন

সন্ধান২৪.কম: শো-টাইম মিউজিকের প্রতিষ্ঠাতা এবং সিইও সকলের প্রিয় আলমগীর খান আলম গত ৯ সেপ্টেম্বর দুপুরে উড সাইডে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রæত তাকে এলমহার্ষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন, তবে ভয়ের কিছু নেই বলে ডাক্তার জানান। আজ শুক্রবার সকালে তিনি সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন। ডাক্তার তাকে কিছুদিন বিশ্রামে থাকতে বলেছেন।
তার অসুস্থ হয়ে পড়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাতে অসংখ্য শুভাকাঙ্খি তার খোঁজ-খবর নিতে শুরু করেন। নিউ ইয়র্কের চারপাশ থেকে মিডিয়া সাংস্কৃতিক ও কর্মীসহ নানান শ্রেণীপেশার মানুষ ফোন করে তার শারীরিক অবস্থা জানতে চেয়েছেন। অনেকেই তাকে দেখতে ছুটে গিয়েছেন হাসপাতালে। তার মধ্যে রয়েছেন সাপ্তাাহিক আজকাল সম্পাদক ও গোল্ডেন হোম কেয়ারের সিইও শাহনেওয়াজ, সাপ্তাহিক আজকাল ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, বিশিষ্ট্য রাজনীতিক গিয়াস আহমেদ, শাহ ফাউন্ডেশনের শাহ জে. চৌধুরী,সমাজকর্মী নুরুল আজিম, জ্যাকসন হাইটসের বিশিষ্ট্য ব্যবসায়ী লিটু চৌধুরী, আহসান হাবিব, রেদোয়ান, মইনু জামান ভাই,সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিন, কামরুজ্জামান বকুল, শাহ্ মাহবুব,অনিক রাজ, স্যাম, হোসনেয়ারা চৌধুরীসহ অনেককেই।
এ দিকে তাকে যারা দেখতে গিয়েছেন এবং তার বিভিন্ন ভাবে তার খোঁজ-খবর নিয়েছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলমগীর খান আলম। সেই সাথে তিনি সবার দোয়া কামনা করেছেন।
আলমগীর খান আলম উডসাইডে একাই থাকেন তিনি। তার পরিবার দেশে থাকে। দেশ থেকে তার পরিবার সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন।

 

Exit mobile version